চট্টগ্রাম, , রোববার, ২৮ এপ্রিল ২০২৪

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

নাইক্ষ্যছড়িতে বজ্রপাতে একই পরিবারে হতাহত ৪

প্রকাশ: ২০১৯-০২-২৫ ২২:৩১:০৮ || আপডেট: ২০১৯-০২-২৫ ২২:৩১:০৮

 মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ ২৫ ফেব্রুয়ারী ২০১৯ ইং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের দক্ষিন বাইশারী গ্রামে বজ্রপাতে একই পরিবারের মা ছেলে ও পুত্রবধুসহ ৩ জন আহত হয়েছে এঘটনায় নিহত হয়েছে ১জন। ঘটনাটি ঘটেছে সোমবার (২৫ ফেব্রুয়ারী) সকাল নয়টা ১৫ মিনিটের সময় এ হতাহতের ঘটানা নিজ বসতবাড়িতে ঘটে। হতাহতরা হলেন মা মরিয়ম বেগম ৫০,ছেলে এরশাদুল্লাহ,২৫ পুত্রবধু আছমা বেগম২৩। নিহত হয়েছেন পুত্র বধু জান্নাত আরা ২৪। প্রত্যক্ষদর্শী গৃহ কর্তা আলী আকবর জানান হঠাৎ সকাল নয়টা পনের মিনিটের সময় ঝড়োহাওয়া ও বৃষ্টি শুরু হলে বাড়ীর লোকজন উঠানে জিনিষ পত্র বাড়ীতে ঢোকানোর কাজে ব্যস্ত ছিল এবং ছেলে এরশাদুল্লাহ ঘরের চালের উপর টিন ঠিক করছিল। ঐসময় বজ্রপাতের বিকট শব্দ তিনি শুনেন। পরে দেখতে পান ছেলে ঘরের চালের উপর শুয়া অবস্থাও বাকীরা উঠানে দরজার পাশে শুয়া অবস্থায় পড়ে রয়েছে।

খবর পেয়ে আশ পাশের লোকজন এসে ঘটনাস্থল থেকে উদ্বার করে হাসপতালে নেওয়ার পথে শহিদুল্লাহর স্ত্রী জান্নাত অারা নিহত হয়। বাকীদের ঈদগাও মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বাইশারী পুলিশ তদন্তকেন্দ্রের সহকারী ইনচার্জ মাইনুদ্দিন, এ,এস,আই জাকির হোসেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ একেএম হাবিবুল ইসলাম বলেন বিষয়টি বজ্রপাতের কারনে হয়েছে। তিনি বিষয়টি উর্ধতন কতৃপক্ষকে অবহিত করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *