চট্টগ্রাম, , মঙ্গলবার, ১৪ মে ২০২৪

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

লোহাগাড়া উপজেলা নির্বাচন: প্রার্থীতা বৈধ হল যাঁদের

প্রকাশ: ২০১৯-০২-২৮ ১৭:২৯:৫১ || আপডেট: ২০১৯-০২-২৮ ১৮:০৭:৫৫

আলাউদ্দিন ,বীর কন্ঠ:

লোহাগাড়া  উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার  (২৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা  মনির হোসেন খান তাদের প্রার্থীতা বৈধ ঘোষণা করেন ।  এতে যাচাই-বাছাই শেষে চেয়ারম্যান পদে বাদ পড়েছেন  হক হজ্ব কাফেলার স্বত্বাধিকারী ব্যবসায়ী আলহাজ্ব মাহমুদুল হক পিয়ারু ও ভাইস চেয়ারম্যান পদে বাদ পড়েছেন  উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি পল্লী চিকিৎসক রতন কান্তি দাশ।

 

যাঁদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন-

 

চেয়ারম্যান পদে :

লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: খোরশেদ আলম চৌধুরী (নৌকা প্রতীক), আ’লীগ নেতা মো: জিয়াউল হক চৌধুরী বাবুল, (স্বতন্ত্র) ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম ছলিম উদ্দিন খোকন চৌধুরী(স্বতন্ত্র)।

অপরদিকে: ভাইস চেয়ারম্যান পদে 

লোহাগাড়া উপজেলা আ’লীগের উপ-দপ্তর সম্পাদক এমএস মামুন, উপজেলা বিআরডিভির চেয়ারম্যান আরমান বাবু রোমেল, সমাজকর্মী মুহাম্মদ ইব্রাহীম কবির উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক,মো: মিজানুর রহমান মিজান।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে : 

লোহাগাড়া উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক নারীনেত্রী জেসমিন আক্তার(১), শাহীন আক্তার, পারভীন আক্তার ও  শাহিন আকতান ছানা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *