চট্টগ্রাম, , সোমবার, ২০ মে ২০২৪

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

দুর্গত মানুষকে রাজনীতির উর্ধ্বে স্থান দিয়ে তাদের সহায়তায় এগিয়ে আসতে হবে : পটিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে হুইপ

প্রকাশ: ২০১৯-০৪-১৮ ২৩:৪৪:৩২ || আপডেট: ২০১৯-০৪-১৮ ২৩:৪৪:৩২

 আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি পটিয়া উপজেলার জঙ্গলখাইনের পাল পাড়া অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় পরিদর্শন করে দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল হাসান, নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দক্ষিণ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী, জঙ্গলখাইন ইউপি চেয়ারম্যান গাজী মুহাম্মদ ইদ্রিস, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. আলমগীর খালেদ, মর্তুজা কামাল মুন্সী, আবু ছালেহ চৌধুরী, আ’লীগ নেতা মো. মুজিবুল হক চৌধুরী, উপজেলা আ’লীগ নেতা এম. এজাজ চৌধুরী, নাজিম উদ্দিন পারভেজ, সবুজ মেম্বার সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, নেতৃবৃন্দ।

এসময় হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেন, দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে বর্তমান সরকার নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে। শেখ হাসিনা প্রমাণ করেছেন দুর্গত মানুষেরা রাজনীতির উর্ধ্বে। তাদের কোনো দলমত নেই। তারা এদেশরই নাগরিক। তাই দুর্গত মানুষের পাশে দাঁড়ানো সকল বিত্তবানের নৈতিক দায়িত্ব। তিনি পটিয়ার দুর্গত মানুষের পাশে সরকারের পাশাপাশি বিত্তবানদেরকেও এগিয়ে আসার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *