চট্টগ্রাম, , শুক্রবার, ৩ মে ২০২৪

হিল্লোল দত্ত আলীকদম, বান্দরবান প্রতিনিধি

আলীকদমে তামাকের সম্ভাব্য ক্ষতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত 

প্রকাশ: ২০১৯-০৫-০৫ ১৮:১৪:৪৪ || আপডেট: ২০১৯-০৫-০৫ ১৮:১৪:৪৪

হিল্লোল দত্ত, আলীকদম প্রতিনিধি:

বান্দরবানের আলীকদম উপজেলায় তামাক ব্যবহারে সম্ভাব্য ক্ষতি বিষয়ক আলােচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টায় এনসিডিসি ও উপজেলা তামাক নিয়ন্ত্রণ সেলের আয়ােজনে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে স্যানিটারী ইন্সপেক্টর মোঃ আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মােঃ সায়েদ ইকবাল।

আলীকদম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শহিদুর রহমানের সভাপতিত্বে অালোচনা সভায় আরো উপস্থিত ছিলেন আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক উল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইস্কান্দার নুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ধুংরি মং মার্মা, ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফোগ্য মার্মা, আলীকদম ফায়ার সাভিসের স্টেশন কর্মকর্তা হ্লামং মার্মা সহ সাংবাদিকবৃন্দ ও স্বাস্থ্য বিভাগের কর্মচারীবৃন্দ।

বিশেষ অতিথির বক্তব্যে আলীকদম থানার অফিসার ইনচার্জ রফিক উল্লাহ বলেন, তামাক সেবনে মানুষের আর্থিক-সামাজিক ও শারীরিক সবদিক থেকেই ক্ষতি হয়। ধুমপান মাদক সেবনের প্রবেশ পথ। এজন্য ধুমপান বন্ধ করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। এর বাস্তবায়ন আমাদেরকেই করতে হবে। তবে মানুষকে ধুমপান ব্যবহারে নিরুৎসাহিত করতে মিডিয়াকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

বক্তব্যে অন্যান্য বক্তারা বলেন, অবাধ ধুমপান বন্ধ করতে তামাক বিরোধী আইনের বিধিমালা দ্রুত প্রণয়ন এখন সময়র দাবি। প্রস্তাবিত বিধিমালা পাস হলে অনেকাংশেই ধুমপান রোধ করা সম্ভব হবে। পাশাপাশি সকল ধরনের তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন বন্ধ করতে প্রশাসনকে এগিয়ে আসতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *