চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

অধীর বড়ুয়া বোয়ালখালী প্রতিনিধি

বোয়ালখালীতে বাজার মূল্য নিয়ন্ত্রনের জন্য মনিটরিং বিষয়ক সভা অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৯-০৫-০৫ ১৮:২৬:৪২ || আপডেট: ২০১৯-০৫-০৫ ১৮:২৭:২৬

বোয়ালখালী প্রতিনিধিঃ

বোয়ালখালীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক পর্যায়ে রাখার লক্ষে উপজেলা বাজার মূল্য নিয়ন্ত্রনের জন্য মনিটরিং টিমের সভা  ৫ মে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত হয়।

ইউএনও(ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ একরামুল ছিদ্দিকির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান মোঃ নুরুল অালম। উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, শামীম অারা বেগম, ওসি (তদন্ত) মোঃ জব্বারুল ইসলাম, ক্যাব বোয়ালখালী শাখার সভাপতি মোঃ অাবদুল মান্নান, সাধারন সম্পাদক অধ্যাপক শাহনেওয়াজ অালী মির্জা, ইউপি চেয়ারম্যান মোঃ মোকারম, ইউপি চেয়ারম্যান এস এম জসিম, বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি অধীর বড়ুয়া, সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারন সস্পাদক স ম রবিউল ইসলাম, সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু, কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ, ইউপি মেম্বার মোঃ সেলিম উদ্দিনসহ উপজেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা, বিভিন্ন এলাকার বাজার/ ব্যবসায়ী ও পেশাজীবি নেতৃবৃন্দ। এসময় ইউএনও(ভারপ্রাপ্ত) মোঃ একরামুল ছিদ্দিক বলেন-অাসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাজার অস্থিতিশীলসহ ভেজাল /নকল /পন্য-দ্রব্য ব্যবসা ও মূল্য উর্দ্ধোগতি সৃষ্টি কারীদের অপরাধ থেকে দুরত্ব বজায় রাখার জন্য অাহবান জানান। তিনি অারো জানান কাপড় দোকানীরা যদি জেলা প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তর থেকে সরকারী লাইসেন্স গ্রহণ না করেন তাহলে তাদের বিরুদ্ধেও অাইনী ব্যবস্থা নেয়া হবে।

তিনি সবাইকে অাইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য উদাত্ত অাহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *