চট্টগ্রাম, , শনিবার, ১৮ মে ২০২৪

রফিকুল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশীকে কুপিয়ে হত্যা

প্রকাশ: ২০১৯-০৫-১৪ ২৩:৫৭:১৭ || আপডেট: ২০১৯-০৫-১৪ ২৩:৫৭:১৭

রফিকুল আলম : চট্টগ্রামের ফটিকছড়িতে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আবুল মনসুর (৩২) নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ১৪ মে (মঙ্গলবার) বাদে মাগরিব উপজেলার বখতপুর ইউনিয়নের শান্তিরহাট বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত মনছুরের ভাই মুহাম্মদ অাকবর তার চাচা ও জহুর ছাফা গুরুতর অাহত হয়। এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বখতপুর ইউনিয়নের মহিলা মেম্বার সুমির স্বামী বাবু এবং তার সহযোগী মোহাম্মদ ফিরোজ বলে স্থানীয় চেয়ারম্যান জানান। নিহত মনছুর বখতপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মিয়া বাড়ীর মুহাম্মদ মিয়ার পুত্র। এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তারা জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে শান্তিরহাট বাজারে দু-পক্ষে কথা কাটাকাটির একপর্যায়ে বাবু ও ফিরোজ হঠাত করে আবুল মনসুরকে ছুরিকাঘাত করলে সে ঘটনাস্থলে ঘুরে পড়ে যায়, তাকে এলাকাবাসীরা উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয় এ ঘটনায় তার ভাই আকবর এবং তার চাচা গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।

ঘটনার সত্যতা স্বীকার করে বখতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলাইমান বি কম বলেন, মঙ্গলবার বাদে মাগরিব বাবু ও ফিরোজ নামের দুই যুবক মোহাম্মদ লোকমান মিস্ত্রির ভাই মনছুর কে ছুরিকাঘাত করলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। খবর পেয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার ঘটনাস্থলে যান এবং তিনি মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন ঘটনাস্থলে এসেছি, এতে মনসুর নামের এক ব্যক্তি নিহত হয়েছেন এবং এ ঘটনায় আরো দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *