চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

অধীর বড়ুয়া বোয়ালখালী প্রতিনিধি

বোয়ালখালীতে উৎসব মুখর পরিবেশে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হবে ১৮ মে : ওসি সাইরুল

প্রকাশ: ২০১৯-০৫-১৪ ২১:০২:০৯ || আপডেট: ২০১৯-০৫-১৪ ২১:০২:০৯

বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মোঃ সাইরুল ইসলাম বলেছেন-বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা’১৯ উৎসব মুখর পরিবেশে উদযাপিত হবে, এজন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারীতে রয়েছে। বুদ্ধ পূর্ণিমা উৎসবকে ঘিরে স্ব স্ব বৌদ্ধ মন্দির বা বিহারে সিসি ক্যামেরা এবং নিজস্ব সেচ্ছাসেবক দ্ধারা অপরিচিত লোক সনাক্তকরণ ও নিজেদের সর্তকর্তা অবলম্বনের জন্য উদাক্ত অাহবান জানিয়ে অারো বলেন- পুলিশের স্পেশাল টীম সংশ্লিষ্ট এলাকায় দায়িত্ব পালন করবে এবং তাদের সহযোগীতা নেয়া যাবে। এছাড়া থানার ওসির নম্বরে সার্বক্ষনিক যোগাযোগ করা যাবে। ১৪ মে বোয়ালখালী উপজেলার ১৩টি বৌদ্ধ পল্লীর বিভিন্ন বিহার/ বিহারের বিহারাধ্যক্ষ -বিহার কমিটির সভাপতি /সাধারন সম্পাদক ও বৌদ্ধ সাংগঠনিক ব্যক্তিবর্গদের নিয়ে অাসন্ন বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে অাইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

থানা মিলনায়তনে ওসি মোঃ সাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত এ মতবিনিময় সভায় অতিথি ছিলেন-উপজেলা চেয়ারম্যান মোঃ নুরুল অালম, ভাইস চেয়ারম্যান মক্তিযোদ্ধা এসএম সেলিম, জাসদ বোয়ালখালী উপজেলার সভাপতি মনির উদ্দিন খান, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রথম উদ্যোক্তা সাংবাদিক অধীর বড়ুয়া। থানার সেকেন্ড অফিসার মোঃ তাজউদ্দিনের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কৃষ্টি প্রচার সংঘ বোয়ালখালীর সভাপতি বিপসসী মহাস্থবির, বাংলাদেশ মাইনোরেটি বুড্ডিষ্ট এসোসিয়েশনের সভাপতি দীপান্দন স্থবির, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের উপদেষ্টা ডাঃ মৃনাল কান্তি বড়ুয়া, সাধারন সম্পাদক ঝিনতোষ বড়ুয়া পল্টু, সত্যন বড়ুয়া। এমতবিনিময় সভায় বোয়ালখালী উপজেলা ও পৌর এলাকার ১৩ টি বৌদ্ধ পল্লীর প্রায় ৪১টি বৌদ্ধ বিহার ও বৌদ্ধ সংগঠনের নেতৃবৃন্দ উপন্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *