চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথমবারের মত চ্যাম্পিয়ন হল বাংলাদেশ

প্রকাশ: ২০১৯-০৫-১৮ ০২:৩৪:০৯ || আপডেট: ২০১৯-০৫-১৮ ০২:৩৪:০৯

 মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচ শুক্রবার (১৭ মে) বাংলাদেশ সময় বিকাল ৩:৪৫ মিনিটে ওয়েস্ট ইন্ডিজর বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ দল। এই ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্রথমে ব্যাট করতে নেমে দারুণ খেলতে থাকে উইন্ডিজ ওপেনার হোপ ও অ্যামব্রিস। ২০.১ ওভারে ১৩১ রানের পর ম্যাচে বৃষ্টি আঘাত হানে। বৃষ্টির কারণে ম্যাচ অনেকক্ষণ বন্ধ থাকে। তবে রাত ১০:৩০ মিনিটে ম্যাচ আবারো মাঠে গড়ায় এবং ওভার কমিয়ে তা করা হয় ২৪। নির্ধারিত ২৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১৫২ রান করে উইন্ডিজ। তবে বৃষ্টি আইনে জয়ের জন্য বাংলাদশের দরকার ২১০ রান। ২১০ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করে দুই টাইগার ওপেনার তামিম ও সৌম্য। তবে গ্যাব্রিয়েলের বলে হোল্ডারের হাতে ধরা পড়ে ১৮ রান করে ফিরেন তামিম। এরপর মাঠে এসেই ফিরে যান সাব্বির। গ্যাব্রিয়েলের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে রানের খাতা না খুলেই ফিরেন তিনি।

অন্যদিকে হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন সৌম্য। তিনি ২৭ বলে ৮ চার ও ২ ছয়ে হাফসেঞ্চুরি পূর্ণ করেন। সৌম্যর সঙ্গে ব্যাট হাতে প্রতিরোধ গড়েন মুশফিক। তবে রেইফারের বলে কটরেলের হাতে ধরা পড়ে ৪১ বলে ৯ চার ও ৩ ছয়ে ৬৬ রান করে ফিরেন সৌম্য। রেইফারের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ২২ বলে ২ চার ও ২ ছয়ে ৩৬ রান করে সাঝঘরে ফিরেন মুশফিক। এরপর এলেনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ১৭ রান করে ফিরেন মিথুন। এরপর মাহমুদউল্লাহর সঙ্গে দলকে এগিয়ে নেওয়ার দায়িত্ব নেন মোসাদ্দেক। শেষ পর্যন্ত মোসাদ্দেকের হাফসেঞ্চুরিতে ৫ উইকেটে জয় পায় বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *