চট্টগ্রাম, , বুধবার, ১৫ মে ২০২৪

মিজবাউল হক চকরিয়া অফিস

চকরিয়ায় দুই ব্যবসায়ির বিরুদ্ধে নানা অপ্রচারের অভিযোগ

প্রকাশ: ২০১৯-০৫-২১ ০০:৩৩:০২ || আপডেট: ২০১৯-০৫-২১ ০০:৩৩:০২

 চকরিয়া অফিস : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভুয়া আইডি খুলে স্ট্যাটাস দিয়ে বিভ্রান্তি ও সম্মানহানি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দুই ব্যবসায়ী দিল মোহাম্মদ ও ফজলুল কাদের বাচ্ছু। এব্যাপারে ভুক্তভোগী দুই ব্যবসায়ি ভূয়া আইডির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান। সোমবার (২০মে) বিকালে অভিযোগ করে ব্যবসায়িরা বলেন, পারিবারিক জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রিয়াদ উদ্দিন রিয়াদ ও নাসরিন আকতার নাম ব্যবহার করে ফেইসবুকে ভুয়া আইডি খুলে গত এক সপ্তাহ ধরে তাদের বিরুদ্ধে নানা ধরণের বিভ্রান্তি ও অপপ্রচার ছড়াচ্ছে।

এনিয়ে যার নামে ভুয়া ফেইসবুক আইডি খুলে অপপ্রচার চালিয়ে যাচ্ছে (রিয়াদ উদ্দিন রিয়াদ) বাদী হয়ে ১৯মে চকরিয়া থানায় সাধারণ ডায়রি নং ৯৮১দায়ের করেছে। রিয়াদ উদ্দিন চকরিয়া পৌরসভা ৩নম্বর ওয়ার্ডের উত্তর সিকদার পাড়া এলাকার জাহাঙ্গীর আলম ওরফে দুদু মেম্বার ছেলে। রিয়াদ উদ্দিন বলেন, সামাজিক ভাবে মানক্ষুন্ন করার অপপ্রচার করে কে বা কারা অসৎ উদ্দেশ্যে আমার ছবি ব্যবহার করে দুটি ফেইসবুক আইডি বানিয়ে এ বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেন। আমি তীব্র নিন্দা এবং ঘৃণা জানাই তাদের প্রতি যারা এই ধরণের হীন কাজের সাথে জড়িত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *