চট্টগ্রাম, , রোববার, ১৯ মে ২০২৪

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

পার্বত্যাঞ্চলের শিক্ষার প্রসারে সরকার বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে : ডা. দীপু মনি

প্রকাশ: ২০১৯-০৫-২২ ২০:২৭:৩৯ || আপডেট: ২০১৯-০৫-২২ ২০:২৭:৩৯

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সরকারের আন্তরিকতায় পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়েও শিক্ষার আলো ছড়িয়ে পড়েছে।

বুধবার (২২ মে) বান্দরবানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সোলারচালিত মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন শেষে এই মন্তব্য করেন তিনি।

দীপু মনি বলেন, পার্বত্যাঞ্চলের শিক্ষার প্রসারে সরকার বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে। যার ধারাবাহিকতায় পার্বত্য জেলা বান্দরবানও দ্রুতগতিতে এগিয়ে চলেছে। এ অঞ্চলে এখন আর অশিক্ষিত বলতে কেউ নেই। প্রত্যন্ত অঞ্চলের শিশুরাও স্কুলমুখী হয়েছে। এসবই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের ফল।

পর্যায়ক্রমে এ অঞ্চলের শিক্ষাব্যবস্থা আরও উন্নত করা হবে জানিয়ে মন্ত্রী আঞ্চলিক উন্নয়ন অব্যাহত রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

বান্দরবান অরুণ সারকী টাউন হলে শিক্ষা মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এবং এটুআই এর যৌথ উদ্যোগে ‘শিক্ষার জন্য আলো’ কার্যক্রমের অধীনে সোলারচালিত এ মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, সচিব মেজবাহুল ইসলাম, এটুআই প্রকল্পের পরিচালক মোস্তাফিজুর রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসাইন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অতিরিক্ত সচিব (উন্নয়ন) সুদত্ত চাকমা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা প্রশাসক (ডিসি) দাউদুল ইসলাম, পুলিশ সুপার (এসপি) জাকির হোসেন মজুমদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নোমান হোসেন প্রিন্স প্রমুখ।

এছাড়াও বিভিন্ন উপজেলার জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

পরে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে সোলারচালিত মাল্টিমিডিয়া লাইট বিতরণ করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *