চট্টগ্রাম, , সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

চকরিয়ায় মাতামুহুরী সেতুর মাঝখানে দেবে গেছে : আটকা পড়েছে কয়েকশ গাড়ি 

প্রকাশ: ২০১৯-০৫-২৩ ০২:১২:৫২ || আপডেট: ২০১৯-০৫-২৩ ০২:১২:৫২

বীর কন্ঠ ডেস্ক :

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌরসভা সংলগ্ন মাতামুহুরী নদীর সেতুর মাঝখানের একটি বড় অংশ আকস্মিক দেবে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে, এতে সড়কের উভয় পাশে কয়েকশ গাড়ি আটকা পড়েছে। বুধবার রাত ১২টার দিকে সেতুর মাঝখানের একটি বড় অংশ আকস্মিক দেব যায় বলে চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সায়দুল ইসলাম গণমাধ্যমকে  জানান।

তিনি  বলেন, ঘটনার পরপরই সড়ক ও জনপদ বিভাগকে বিষয়টি অবহিত করা হয়। এখন সেতুটির দেবে যাওয়া অংশের মেরামত চলছে। বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ ঠিক হতে পারে।

“ঠিক হলেও সেতুটি এক লাইনে যানবাহন চলাচলের উপযোগী হবে। সেতুর এক পাশ থেকে গাড়ি চলাচল করলে অন্য অংশে বন্ধ থাকবে।”

যানবাহন আটকা পড়ায় ঢাকা ও চট্টগ্রামগামী কয়েক হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন। কেউ কেউ মধ্য রাতে নৌকায় নদী পার হয়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন বলে জানান এসআই সায়দুল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *