চট্টগ্রাম, , বুধবার, ১৫ মে ২০২৪

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নব নির্বাচিত পরিচালক নাজমুল করিম চৌধুরী শারুন সংবর্ধিত

প্রকাশ: ২০১৯-০৫-২৪ ০২:০৬:১৫ || আপডেট: ২০১৯-০৫-২৪ ০২:০৬:১৫

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরীর পুত্র নাজমুল করিম চৌধুরীর শারুন চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক নির্বাচিত হওয়ায় গতকাল রাত দশটায় চট্টগ্রাম শহরস্থ জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি অফিসে পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মুহাম্মাদ বেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক এম এ রহিম এর নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

এসময়ে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আ ক ম সামশুজ্জামান চৌধুরী, হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরীর একান্ত সচিব ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সদস্য হাবিবুল হক চৌধুরী, পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি মোরশেদুল হক,কোলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ হারুন,উপজেলা যুবলীগের পাঠাগার সম্পাদক মোজাম্মেল হক লিটন,সদস্য আলী আজম,ওয়াহেদ চৌধূরী,ছনহারা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আনোয়ার তালুকদার, কোলাগাঁও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি হাজী মাহবুবুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক বুলবুল হোসেন, খরনা ইউনিয়ন যুবলীগের সভাপতি বাপ্পি চৌধুরী,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কোরবান আলী,পটিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ তানভির,নয়ন শর্মা, কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন বাবলু,যুবলীগ নেতা শেখ মনির,মোহাম্মদ রুবেল, সমন কান্তি শীল,ছাত্রলীগ নেতা আব্দুর নর প্রমূখ।

এসময় চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নব নির্বাচিত পরিচালক নাজমুল করিম চৌধুরী শাহরুন বলেন রাষ্ট্র নায়ক শেখ হাসিনার নেতৃত্বে প্রবীণ ও তরুণ প্রজন্মের সাথে সমন্বয় করে বাংলাদেশ কে বিশ্বের দরবারে একটি উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে এসেছেন,বর্তমান সরকার ব্যাবসা বান্ধব সরকার, শেখ হাসিনার সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশের মানুষ পেট ভরে ক্ষেতে পায়,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে যুব সমাজকে অগ্রনি ভূমিকা পালন করার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *