চট্টগ্রাম, , শনিবার, ১৮ মে ২০২৪

হিল্লোল দত্ত আলীকদম, বান্দরবান প্রতিনিধি

আলীকদমে এসডিজি বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৯-০৬-১৮ ১৯:২৮:৫৯ || আপডেট: ২০১৯-০৬-১৮ ১৯:২৮:৫৯

হিল্লোল দত্ত,আলীকদম প্রতিনিধি:

বান্দরবানের আলীকদমে “স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় আলীকদম উপজেলা পরিষদ মিলনায়তনে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদ ইকবাল এর সভাপতিত্বে এবং গভর্ণেন্স ইনোভেশন ইউনিট (জিআইইইউ) প্রধান মন্ত্রীর কার্যালয় এর সহযোগীতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বান্দরবান, মোঃ শফিউল আলম, আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, আলীকদম থানার অফিসার ইনচার্জ রফিক উল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার, ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন এবং প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি।

কর্মশালায় জাতিসংঘ নির্ধারিত ১৭টি বিষয়ে সরকারের উন্নয়ন কর্মসূচীর বাইরেও স্থানীয় পর্যায়ের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, প্রতিবন্ধকতা ও উত্তোরণের উপায় অনুসন্ধানের লক্ষে ৮টি গ্রুপ মোট ৮০ জন উপস্থিতির নিকট থেকে মতামত গ্রহণ করা হয়। সম্ভাবনার দিক বিচারে স্থানীয় পর্যায়ে উঠে আসা বিষয়গুলোর মধ্যে রয়েছে পর্যটন শিল্পের সম্ভাবনা, শতভাগ মানসম্মত শিক্ষা ব্যবস্থা, নিরাপদ মাতৃত্ব, পানি সংকট নিরসন ইত্যাদি। এসব বিষয়ে প্রতিটি গ্রুপ আলাদা আলাদা ভাবে মতামত উপস্থাপনে করেন এবং প্রশ্ন উত্তরের মাধ্যমে বিষয়গুলোর পক্ষে বিপক্ষে আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *