চট্টগ্রাম, , শনিবার, ৪ মে ২০২৪

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশ: ২০১৯-০৬-২০ ০০:১৩:৪২ || আপডেট: ২০১৯-০৬-২০ ০০:১৩:৪২

 

আনোয়ারা প্রতিনিধি:
আনোয়ারায় তথ্য অধিকার আইন বিষয়ক দিনব্যাপীপ্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বুধবার সকালে উপজেলা মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন ও তথ্য কমিশন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনার (এনডিসি) সুরাইয়া বেগম। বিশেষ অতিথি ছিলেন তথ্য কমিশনারের গবেষণা, প্রকাশনা ও প্রশিক্ষণ পরিচালক ড. মো. আবদুল হাকিম, উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) সাইদুজ্জামান চৌধুরী ও আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ।
প্রধান অতিথি তথ্য কমিশনার সুরাইয়া বেগম বলেন, প্রতিটি নাগরিকের তথ্য অধিকার আইন সম্পর্কে জানা প্রয়োজন। নাগরিকদের ওপর প্রয়োগ করতে দেশে ১১০০ আইন রয়েছে।

এর মধ্যে মানুষ শুধু মাত্র তথ্য অধিকার আইনের প্রয়োগ করে। তিনি আরো বলেন, প্রযুক্তির সাহায্যে আনোয়ারার মানুষ চাঁদের মতো আলোকিত হবে প্রত্যাশা করছি। বাংলাদেশ এখন তথ্য প্রযুক্তি দেশ হিসেবে সারা বিশে^ পরিচিতি লাভ করেছে। তথ্য অধিকার আইনে আমাদেরকে বাধ্যতামূলক তথ্য প্রদান করতে হবে। শুধুমাত্র রাষ্ট্রের ক্ষতি হবে বা সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হবে এমন তথ্য ছাড়া।
অনুষ্ঠানে উপজেলার সরকারি দপ্তরগুলোর সকল কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *