চট্টগ্রাম, , শুক্রবার, ১৭ মে ২০২৪

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

পুলিশ নিয়োগে ঘুষ ও প্রতারনা ঠেকাতে লোহাগাড়া থানা পুলিশের মাইকিং

প্রকাশ: ২০১৯-০৬-২৭ ১৬:২৮:৩৯ || আপডেট: ২০১৯-০৬-২৭ ১৬:২৮:৩৯

আলাউদ্দিন:

যোগ্যতা থাকলে পুলিশের গর্বিত সদস্য হোন। তদবির করে কিংবা ধান্ধাবাজদের খপ্পরে পড়ে নিজের ও পরিবারের ক্ষতি করবেন না। কারণ পুলিশের চাকরি পেতে কোনো টাকা-পয়সা লাগে না। জমি কিংবা শেষ সম্বল বিক্রি করতে হয় না। মাত্র ১০৩ টাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি পাওয়া যাবে।

এধরনের ঘোষনা দিয়ে পুলিশের কনস্টেবল নিয়োগে ঘুষ লেনদেন ও প্রতারনা থেকে বিরত থাকতে লোহাগাড়ায় মাইকিং ও লিফলেট বিতরণ করেছে থানা পুলিশ।

গতকাল ২৬ জুন ( বুধবার) উপজেলার বিভিন্নস্থানে মাইকিংসহ লিফলেট বিতরণ সচেতনতামূল প্রচার-প্রচারণা চালায় থানা পুলিশ।

জেলা পুলিশ সুপার নুরে আলম মিনার নির্দেশে এ প্রচারণা চালানো হয় বলে জানিয়েছেন থানার লোহাগাড়া থানার অফিসার ইনচির্জ মো: সাইফুল ইসলাম ।

তিঁনি জানান, প্রতারকের ফাঁদে পড়ে অনেকেই প্রতারিত হন। কোন রুপ টাকা ছাড়াই যোগ্য ও মেধাবীদের পুলিশে নিয়োগ দেয়া হবে। শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে ট্রেনি রিক্রুট কনস্টবল পদে জেলায় নারী ও পুরুষকে পুলিশে নিয়োগ দিতে ব্যাপক প্রচারনায় লিফলেট বিতরণ ও মাইকিং করা হচ্ছে।

উল্লখ্য : আগামী ১ জুলাই সোমবার চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স মাঠে শারীরিক পরীক্ষার মাধ্যমে কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা শুরু হবে জানা গেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *