চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

নীরব জসীম ডেস্ক কন্ট্রিবিউটর

হজযাত্রীদের মুখে মশার ওষুধ দেওয়া সেই মশককর্মীকে বরখাস্ত

প্রকাশ: ২০১৯-০৮-০৫ ২১:৩৫:৩৩ || আপডেট: ২০১৯-০৮-০৫ ২১:৩৫:৩৩

নিউজ ডেস্ক : হজযাত্রীদের মুখে মশার ওষুধ দেওয়া সেই মশককর্মীকে বরখাস্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে মোহাম্মদ হুমায়ূন কবির নামের ঐ কর্মীকে।

সোমবার (০৫ আগস্ট) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন।

এর আগে গত ৩ আগস্ট (শনিবার) আশকোনা হজ ক্যাম্পে হাজযাত্রীদের দিকে খেয়াল না রেখেই ফগার মেশিন দিয়ে ওষুধ দিতে দেন হুমায়ূন। দ্রুতই এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

বিষয়টি সিটি করপোরেশনের নজরে এলে তা খতিয়ে দেখা হয় এবং ঘটনার সত্যতা পাওয়ায় হুমায়ূনকে বরখাস্ত করা হয় বলে জানান এ এস এম মামুন।

হুমায়ূন মশক নিবারণ অধিদপ্তরের অধীন কর্মী ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *