চট্টগ্রাম, , বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

মুনিয়িয়া যুব তবলীগ নিষেদ্ধের দাবিতে মাঠে নামচ্ছে লক্ষাধিক শিক্ষার্থী

প্রকাশ: ২০১৯-০৮-২৮ ২০:৫৯:৪৪ || আপডেট: ২০১৯-০৮-২৮ ২০:৫৯:৫২

প্রদীপ শীল, রাউজানঃ মুনিয়িয়া যুব তবলীগ কমিটি নিষেদ্ধের দাবিতে রাউজানের লক্ষাধিক শিক্ষার্থী মাঠে নামচ্ছে। আগামী ৩ সেপ্টেম্বর উপজেলা জুড়ে মানব বন্ধন কর্মসূচীর মাধ্যমে মাঠে নামার ঘোষনা করেন তারা। জানা যায়, রাউজানের দু’শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় এক লক্ষাধিক ছাত্র-ছাত্রী পুরো রাউজানে মানব বন্ধনের মাধ্যমে মানব প্রচীন সৃষ্টি করবে। রাউজানের মাধ্যমিক বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসারসহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা একযোগ মানব বন্ধনে অংশ নেবে। ৩ সেপ্টেম্বরকে সামনে রেখে স্বস্ব শিক্ষা প্রতিষ্ঠানে চলছে ব্যাপক প্রস্তুতি। তৈরী করছে পীর মুনিরুল্লাহ ছবি যুক্ত ব্যানার, প্লে কার্ড, পেষ্টুনসহ নানা পোষ্টার। শিক্ষার্থীদের রাউজান জুড়ে বিশাল মানব বন্ধন প্রসঙ্গে মুনিয়িয়া বিরোধী আন্দোলনের মূখপাত্র রাউজান পৌরসভার প্যানেল মেয়র, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ বলেন, জঙ্গি মুনিরুল্লাহ তরিকতের নামে মানুষ হত্যা মিশনে নেমেছিল। রাউজানসহ বিভিন্ন স্থানের যুব সমাজকে ভূল বুঝিয়ে নানা কু-কর্মে ব্যবহার করেছে। নয়ম উদ্দিনের মতো নিরহ কিশোকে হত্যা করেছে। আলেম ওলামা, মুক্তিযোদ্ধাসহ নিরহ লোকজনকে নির্যাতন করেছে। মনিরুল্লার বিরুদ্ধে থানায় মামলার পাহাড় পরেছে। এমন অবস্থায় পালিয়ে রয়েছে জঙ্গি সদস্যদের নিয়ে। ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূয়া আইডি খুলে রাউজানের জনপ্রিয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধবাদ করছে। এমন অবস্থায় পুরো রাউজানের মানুষ ফুসেঁ উঠেছে। এবার উপজেলার লক্ষাধিক ছাত্র সমাজ আন্দোলনে নামছে। এ প্রসঙ্গে মুনিরিয়া বিরোধী আন্দোলনের দ্বিতীয় সমন্বয়ক আলহাজ আহসান হাবিব চৌধুরী জানান, ভন্ডপীর মনিরুল্লহ কু-কর্মের খতিয়ান সর্বত্র ছড়িয়ে পরেছে। রাউজান থেকে ভন্ড তরিকত পালিয়েছে। এবার বার আউলিয়ার পূর্ণভূমি চট্টগ্রামের মানুষ সেচ্চার হয়েছে। মুনিরুল্লাহর সব আস্তানা উর্চ্ছেদ করা হবে। চট্টগ্রামের মাটিতে জঙ্গিবাদের কোন স্থান নেই। তিনি ৩ সেপ্টেম্বর সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচীতে সার্বিক সহযোগীতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *