চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়া আমির ভান্ডারে রবিবার থেকে কারবালা মাহফিল শুরু

প্রকাশ: ২০১৯-০৮-৩১ ০০:৫০:৫২ || আপডেট: ২০১৯-০৮-৩১ ০০:৫০:৫৯

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া আমির ভান্ডারে রবিবার থেকে ১০দিন ব্যাপী শাহদাতে কারবালা মাহফিল শুরু হচ্ছে। এ উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে আমির ভান্ডার দরবার শরীফ প্রাঙ্গনে মঞ্চ সহ প্যান্ডেল নির্মান করা হয়েছে। গতকাল গনমাধ্যমে শাহদাতে কারবালা মাহফিল উদযাপন পরিষদের সভাপতি শাহ্ সুফী সৈয়দ মো: শামুন রশিদ শাহ্ আমিরী বলেন, প্রতি বছর আমরা যথাযোগ্য মর্যাদায় এ মাহফিল উদ্যাপন করে থাকি। এতে প্রতিদিন দেশের বরেণ্য উলামায়েকেরামগন তাদের মূল্যবান তকরীর করে থাকেন। এর মাধ্যমে কারবালার গগন বিধারী ইতিহাস সর্ম্পকে মানুষ অবগত হয়। শিক্ষা নেয়, সত্য ন্যায়, হালাল ও হারাম সম্পর্কে। যা তাদের জীবনে সংযুক্ত করে তারা আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠা তথা নবী ও কারবালার শহীদদের নির্দেশীত আদর্শ অনুসরণে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। বর্তমানে প্রতিদিন এ মাহফিলে দেশের দূরদূরান্ত থেকে আলেম উলামার পাশাপাশি অনেক মুসল্লী ও ভক্তরা এখানে সমাবেত হবে। তাদের নিরাপত্তা বিধান সহ সার্বিক দিক বিবেচনায় রাখায় রাখার জন্য আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *