চট্টগ্রাম, , সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজান বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ মডেল উপজেলাঃ জেলা প্রশাসক ইলিয়াস হোসেন

প্রকাশ: ২০১৯-০৮-৩১ ১৭:৪৪:০৯ || আপডেট: ২০১৯-০৮-৩১ ১৭:৪৪:১৬

প্রদীপ শীল, রাউজান প্রতিনিধিঃ
রাউজান বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ মডেল উপজেলা। রাউজানের মধ্যে শ্রেষ্ঠ সরকারী প্রাথমিক বিদ্যালয় চিকদাইর মুন্সিপাড়া স্কুল। এই স্কুলের পরিবেশ দেখে আমি মুখদ। ৩১ আগস্ট শনিবার ১১টা ৪০মিঃ সহস্রাব্দ উন্নয়ন লক্ষমাত্রার ৪নং অভিষ্ঠ মানসম্মত শিক্ষা নিশ্চিতককরণ ও শিক্ষার্থীদের চিকদাইর মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝরেপড়া রোধকল্পে চিকদাইর মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির চট্টগ্রাম জেলা প্রশাসক মোঃ ইলিয়াছ হোসেন। রাউজান উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানেে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান একে এম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা সহকারী ভূমি কমিশনার এহাসান মুরাদ, স্থানীয় চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌহিদ তালুকদার, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ ইদ্রিস , মুন্সিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলমগীর কবির চৌধুরী, রাউজান পৌর ২য়প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম চৌধুরী রানা প্রমুখ। অনুষ্ঠান শুরু আগে প্রধান অতিথি ফলদ গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করেন। পরে প্রাথমিক বিদ্যালয়ের ৫শত শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেন প্রধান অতিথি। এর পরে চিকদাইর উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশে যোগ দেন। সেখান থেকে রাউজান উপজেলা কম্পিউটার প্রশিক্ষক সেন্টার উদ্বোধন করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *