চট্টগ্রাম, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

রাঙ্গুনিয়ায় অটোরিক্সা চালকের রহস্যজনক মৃত্যু

প্রকাশ: ২০১৯-০৮-৩১ ০০:৩২:৪৯ || আপডেট: ২০১৯-০৮-৩১ ০০:৩২:৫৬

প্রতিনিধি, রাঙ্গুনিয়া,চট্টগ্রাম : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সিএনজিচালিত এক অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তাঁর নাম আবদুর রহিম মুন্না (২৪)। তিনি চন্দ্রঘোনা বনগ্রাম সাবস্টেশন এলাকার আবদুল মান্নানের ছেলে। ১৭ দিন তাঁর বিয়ে হয়। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের বনগ্রাম আজিজনগর এলাকার ভাড়া বাসায় তাঁর মৃত্যু। স্বামী স্ত্রী ছাড়া ওই বাসায় কেউ থাকেন না। স্ত্রীর দাবী তিনি গলায় ওড়না পেছিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। তবে স্থানীয়দের ধারণা তাঁকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে রাতেই পুলিশ লাশ উদ্ধার করেছে। গতকাল শুক্রবার ময়নাতদন্ত শেষে স্থানীয় কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের স্ত্রী দিলু আক্তার জানায়, প্রেমের সম্পর্ক থেকে এ মাসের ১৩ আগস্ট তাঁদের বিয়ে হয়। বৃহস্পতিবার রাত ১২ টার দিকে তাঁর স্বামী তার কাছ থেকে চিকিৎসার জন্য কিছু টাকা খুঁজে। এই নিয়ে দু’জনের মধ্যে বাকবিতন্ডা হয়। ঘরের ভিতর মোবাইলের নের্টওয়াক না থাকায় টাকার জন্য মাকে ফোন দিতে ঘরের উঠানে যায়। ফোন করার পর ফিরে এসে দেখেন তার স্বামী ঘরের ছাদের বিমের সাথে ওড়না পেছিয়ে ফাঁসিতে ঝুলে আছেন। তাঁর চিৎকারে আশেপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে চন্দ্রঘোনা হেলথ কেয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মনজু ইসলাম নামে তাঁর এক বন্ধু বলেন, ‘সে বিয়ে করেছে মাত্র ১৭ দিন। এর মধ্যে সে কেন আত্মহত্যা করবে। আসলে এটি হত্যা। রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল কাশেম বলেন, লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হলেও ময়নাতদন্ত প্রতিবেদন এলে এটি হত্যা না আত্মহত্যা জানা যাবে। তবে এই ঘটনায় তার স্ত্রীকে নিরাপত্তার স্বার্থে থানায় নিয়ে আসার পর স্থানীয় পৌর কাউন্সিলরের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *