চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

রাঙ্গুনিয়ায় ১৫০ বিদ্যালয় পেল ৬ শ গাছের চারা

প্রকাশ: ২০১৯-০৮-৩১ ০০:৩৬:৫৮ || আপডেট: ২০১৯-০৮-৩১ ০০:৩৭:০৬

প্রতিনিধি, রাঙ্গুনিয়া,চট্টগ্রাম : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ টি করে ৬ শটি গাছের চারা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার (৩০ আগষ্ট) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান প্রতিষ্ঠানের প্রধানের হাতে এই চারা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন বনবিভাগের উপজেলা রেঞ্জ কর্মকর্তা প্রহলাদ চন্দ্র রায়, রাঙ্গুনিয়া শেখ রাসেল এভিয়ারী পার্কের সহকারী কর্মকর্তা হাসিবুর রহমান প্রমুখ। ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সচেতনতা সৃষ্টির লক্ষে এসব গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলায় প্রতিটি প্রতিষ্ঠানে একযোগে এসব গাছের চারা রোপন করা হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *