চট্টগ্রাম, , বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

তরুণ শিল্প উদ্যাক্তা উজ্জ্বল দাশ গুপ্ত পৌরসভা আওয়ামীলীগের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত

প্রকাশ: ২০১৯-০৯-০২ ২০:৫৭:৩০ || আপডেট: ২০১৯-০৯-০২ ২০:৫৭:৩৮

প্রদীপ শীল, রাউজানঃ

বিশিষ্ট ব্যবসায়ী রাউজান রাস বিহারী ধাম পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা উজ্জ্বল দাশ গুপ্ত রাউজান পৌরসভা আওয়ামীলীগের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন। ২ সেপ্টেম্বর পৌরসভা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের কন্ঠ ভোটে তিনি নির্বাচিত হয়েছেন বলে জানা যায়। ৯০ দশক থেকে উজ্জ্বল দাশ গুপ্ত টানা রাউজান কলেজ ছাত্রলীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। এছাড়া তিনি বিভিন্ন সামাজি, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের সাথে জড়িত রয়েছে। জানা যায়, রাউজানে প্রথম পোল্ট্রি শিল্পের বিকাশ ঘটে তার হাত দিয়ে। এসময় অনেক বেকার যুবক বিকল্প কর্মস্থান হিসাবে বেচেঁ নেয় পল্ট্রি শিল্পকে। একই ভাবে উজ্জ্বল দাশ গুপ্ত মনোসেক্স তেলাপিয়ার রেনু সর্ব প্রথম উৎপাদন শুরু করে রাউজানে। বিভিন্ন শিল্পের বিকাশ ঘটানো এই তরুন আওয়ামীলীগ নেতা পৌরসভা আওয়ামীলীগের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন রাউজান রাস বিহারী ধাম, পারিজাত সংসদ, পূজা উদযাপন পরিষদ, জন্মাষ্টমী পরিষদসহ বিভিন্ন সংগঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *