চট্টগ্রাম, , সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

মিজবাউল হক চকরিয়া অফিস

কক্সবাজারে শুরু হচ্ছে প্রতিভাবান ক্ষুদে ক্রিকেটারের সন্ধানে ট্যালেন্ট হান্ট

প্রকাশ: ২০১৯-০৯-০৩ ২৩:২৬:২৬ || আপডেট: ২০১৯-০৯-০৩ ২৩:২৬:৩৩

চকরিয়া অফিস : দেশব্যাপী প্রতিভাবান ক্ষুদে ক্রিকেটারদের সন্ধানে ট্যালেন্ট হান্টের কক্সবাজার জেলার কার্যক্রম আজ বুধবার শুরু হচ্ছে। চকরিয়া উপজেলায় ক্যাম্পেইন এর মধ্যেদিয়ে আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রম শুরু হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় ক্রীড়া পরিষদের সার্বিক সহযোগিতায় ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় ট্যালেন্ট স্পোর্টস লিমিটেড কর্তৃক বাস্তবায়িত ট্যালেন্ট হান্টটি জেলার আটটি উপজেলায় অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান। উদ্বোধন করেন দেশব্যাপী আয়োজিত ট্যালেন্ট হান্ট এর বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ট্যালেন্ট স্পোর্টস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সোহেল মাহমুদ সৈকত। চকরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার রতন বিশ্বাস, ট্যালেন্ট স্পোর্টস লি: এর চীফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) তপু আহম্মেদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও চকরিয়া ক্রিকেট একাডেমির সভাপতি তপন দাশ। চট্টগ্রাম বিভাগের দায়িত্বে নিয়োজিত ট্যালেন্ট স্পোর্টস লিমিটেড এর এক্সিকিউটিভ অফিসার (মনিটরিং) সুজিত দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চকরিয়া সিটি কলেজের অধ্যক্ষ মোঃ সালাহউদ্দিন খালেদ, বদরখালী কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন, চকরিয়া কোরক বিদ্যাপীঠ এর প্রধান শিক্ষক নুরুল আখের, পালাকাটা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক রেজাউল করিম, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বশিরুল আলম। মতবিনিময় সভায় চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, উপজেলা পরিষদের অর্থায়নে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এক সেট করে ক্রিকেট সামগ্রী প্রদানের প্রকল্প গ্রহন করা হবে। শিক্ষার্থীদের খেলাধূলায় আগ্রহী করে তুলতে উপজেলার যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাঠ আছে তাতে বহুতল ভবন নির্মাণ বন্ধে রেজুলেশনের মাধ্যমে কঠোর নির্দেশ জারির কথাও বলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *