চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

মিজবাউল হক চকরিয়া অফিস

চতুর্থ বারের মতো ফাঁসিয়াখালী ইউপির চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন গিয়াস উদ্দিন চৌধুরী

প্রকাশ: ২০১৯-০৯-০৩ ২৩:১৭:১৮ || আপডেট: ২০১৯-০৯-০৩ ২৩:১৭:২৬

চকরিয়া অফিস: চতুর্থ বারের মতো ফাঁসিয়াখালী ইউপির চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী। গতকাল মঙ্গলবার সকাল দশটায় সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান কক্সবাজার জেলা প্রশাসক মো: কামাল হোসেন। এসময় আরও দুই ইউপি চেয়ারম্যান, তিন মহিলা ও পুরুষ সদস্য শপথ নিয়েছেন। শপথ নেওয়া ইউপি চেয়ারম্যান ও মেম্বারগণকে ফুলদিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক। শপথ গ্রহণকারী চেয়ারম্যানরা হলেন-কুতুবদিয়ার বড়ঘোপ চেয়ারম্যান আ.ন.ম শহীদ উদ্দিন চৌধুরী ছোটন ও টেকনাফের হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শ্রাবন্তী রায়। এসময় উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলী, কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মোক্তার আহমদ চৌধুরী, চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, হারবাং ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজবাউল হক, কাউন্সিলর মুজিবুল হক, ফাঁসিয়াখালী ৯টি ওয়ার্ডের মেম্বার ও সাবেক মেম্বারগণ। জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে জেলা প্রশাসক মো: কামাল হোসেন বলেন, নব-নির্বাচিতদের সরকারি দায়িত্ব পালনে কোন ধরণের শৈথিল্যতা প্রদর্শন না করা, সেই সাথে সরকারি সেবাসমূহ জনগণের দূরগোড়ায় সঠিকভাবে পৌঁছিয়ে দেয়ার বিষয়ে সতর্ক থাকতে বলেন। পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য সরকারের সব ধরণের উদ্যোগ বাস্তবায়ন করতে হবে। নির্বাচনে যে ভোট দেয়নি তাকেও মুল্যায়ন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *