চট্টগ্রাম, , সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে ১৫ লাখ অবৈধ চিংড়ি পোনা জব্দ

প্রকাশ: ২০১৯-০৯-০৩ ২৩:০২:৫৮ || আপডেট: ২০১৯-০৯-০৩ ২৩:০৩:০৭

এম মাঈন উদ্দিন, মিরসরাই : মিরসরাইয়ে একটি যাত্রীবাহী বাস থেকে প্রায় ১৫ লাখ অবৈধ চিংড়ি পোনা জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৩সেপ্টেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলা সদরে উপজেলা মৎস কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ওই পোনাগুলো জব্দ করা হয়। ১৫টি বড় পাতিল ও ১৮টি ড্রামে রাখা পোনাগুলো আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা। উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরী জানান, মৎস রক্ষা ও সংরক্ষণ আইনে মোহনা এবং উপকূলীয় জলাশয়ে মাছ/গলদা/বাগদা চিংড়ির পোনা ধরা নিষিদ্ধ। কিন্তু অসাধু কিছু ব্যবসায়ী আইনের তোয়াক্কা না করে বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকা থেকে অবৈধ ভাবে চিংড়ি পোনা সংগ্রহ করে চিংড়ি ঘের মালিকদের কাছে বিক্রি করে।

তিনি জানান, অবৈধ চিংড়ি পোনা যাওয়ার গোপন খবর পেয়ে বাগেরহাটগামী যাত্রীবাহী বাসটি আটক করা হয়। পরে বাস থেকে ১৫টি বড় পাতিল ও ১৮টি ড্রামে অনুমানিক ২০ লাখ পোনা জব্দ করা হয়। প্রতি পোনা এক টাকা করে ধরলে পোনাগুলোর মূল্যা প্রায় ২০ লাখ টাকা। জব্দকৃত পোনা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের পরামর্শে ফেনাী নদীতে অবমুক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *