চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

মুনিরিয়া নিষিদ্ধ ও পীর মুনির উল্লাহকে গ্রেফতারের দাবিতে রাউজান জুড়ে বিশাল মানববন্ধনে অর্ধ লক্ষ সাধারণ শিক্ষার্থীরা

প্রকাশ: ২০১৯-০৯-০৩ ১৯:৩১:৩২ || আপডেট: ২০১৯-০৯-০৩ ১৯:৩১:৩৯

প্রদীপ শীল, রাউজান:

মুনিরিয়া যুব তবলীক কমিটি নিষিদ্ধ ও পীর মুনির উল্লাহকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে রাউজানের সাধারণ শিক্ষার্থীরা। ৩ সেপ্টেম্বর বেলা ২টা থেকে বিকাল তিনটা পর্ষন্ত এই মানব বন্ধন চলে উপজেলার দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সমূখে স্বস্ব ব্যানারে। জানা যায় পূর্ব নির্ধারিত সময়ে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার হাজার হাজার ছাত্রছাত্রী মানব বন্ধনের সমর্থনে বিভিন্ন সড়কে দাডিঁয়ে পড়ে। এসময় প্লে কার্ড, ব্যানার হাতে শ্লোগানে শ্লোগানে পীর মুনিরুল্লাহর গ্রেফতার পূর্বক ফাঁসির দাবি জানান তারা। তাদের দাবি মনিরুল্লাহ একজন জঙ্গী সংগঠক। রাউজান বিশ^বিদ্যালয় এর ছাত্র মোহাম্মদ ফয়সাল বলেন, মুনিরুল্লাহ তরিকতের নামে নিরহ মানুষের উপর জুলুম নির্যাতন করে আসছে দীর্ঘদিন ধরে। তার হাতে রাউজানের অনেক মানুষ খুন হয়েছে। একই বিশ^বিদ্যালয়ের ছাত্র আরাফ হোসেন সিকদার বলেন, পীর মুরিরুল্লাহ একজন ভন্ড পীর। তার নেতৃত্বে সাধান মানুষ জিম্মি হয়ে পড়েছে। রাউজানের মানুষ সচেতন হয়েছে। জঙ্গী পীরকে এখন আইনের মূখমুখি হতে হবে। আজকে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে জঙ্গীবাদের বিরুদ্ধে। রাউজান বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এক প্রতিবা সমাবেশ অনুষ্ঠিত হয়। এখানে বক্তব্য রাখেন অধ্যক্ষ একেএম আবদুর রশিদ, অধ্যাপক সেলিম নেওয়াজ সহ শিক্ষক ছাত্র নেতৃবৃন্দ। উপজেলার বিভিন্ন সড়ক পরিদর্শন কালে দেখা যায়, সাধারণ শিক্ষার্থীদের মানব বন্ধন, মানব প্রাচীনে পরিনত হয়। চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কে রাউজান কলেজ, গহিরা ডিগ্রী কলেজ, সুরেশ বিদ্যায়তন, রাউজান মহিলা মাদ্রাসা, গহিরা এজেওয়াই উচ্চ বিদ্যালয়, পশ্চিম গহিরা ইউনুচ সুফিয়া উচ্চ বিদ্যালয়, গহিরা কামিল মাদ্রাসা, মানব বন্ধনে অংশ নেয়। চট্টগ্রাম কাপ্তাই সড়কে নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ, ইমাম গজ্জালী বিশ^বিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ^ বিদ্যালয়, নোয়াপাড়া হাই স্কুল, গচ্চি উচ্চ বিদ্যালয়, হার পাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রছত্রীরা মানব বন্ধন পালন করে। একই ভাবে নোয়াপাড়া সেকসন-১ শফিকুল ইসলাম চৌধুরী সড়কে, নোয়াপাড়া সেকসন-২ সড়কে শহীদ জাফর সড়কে, হাফেজ বজলুল রহমান সড়কে ও বিভিন্ন উপ সড়কে বিশাল মানব বন্ধন রচিত হয়। শিক্ষার্থীদের রাউজান জুড়ে মানব বন্ধন সর্ম্পকে রাউজান উপজেলা যুবলীগের সভাপতি মুনিরিয়া বিরোধী মূখপাত্র জমির উদ্দিন পারভেজ জানান, মানব বন্ধনে দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় অর্ধ লক্ষ সাধারণ শিক্ষার্থী অংশ নিয়ে ভন্ড পীর মনির উল্লাহকে জানিয়ে দিয়েছে রাউজানে জঙ্গীবাদের কোন স্থান নেই। তিনি বলেন, রাউজানে মুনিরুল্লাহ বিরুদ্ধে গণরোষ সৃষ্টি হয়েছে। অশুভ এই শক্তি এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুক সৃষ্টি করে রাউজানের সাংসদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। প্রশাসন অবিলম্বে মুনিরুল্লাসহ তার জঙ্গী বাহিনীকে গ্রেফতার পূর্বক শাস্তির ব্যবস্থা করবে। অন্যতায় সারা চট্টগ্রামে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *