চট্টগ্রাম, , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় সনাকের উদ্যোগে সক্রিয় মা ফোরামের সভা অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৯-০৯-০৭ ০০:২৯:০৩ || আপডেট: ২০১৯-০৯-০৭ ০০:২৯:১১

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : “একজন সচেতন মা’ই পারে আদর্শ জাতি গঠনে কার্যকর ভূমিকা রাখতে” এই স্লোগানে পটিয়া উপজেলার হাইদগাঁও কাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় সক্রিয় মা ফোরামের সভা। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অভিভাবকদের অংশগ্রহণ বাড়ানো এবং অভিভাবকদের মধ্য থেকে নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে গঠিত সক্রিয় মা ফোরামের সভায় সভাপতিত্ব করেন মা ফোরামের সমন্বয়ক ও ইউপি সদস্য তছলিমা নূর। দুর্নীতিবিরোধী সংগঠন টিআইবি’র সহায়তায় সচেতন নাগরিক কমিটি (সনাক) পটিয়ার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। টিআইবি’র এরিয়া ম্যানেজার রূপম চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সনাক পটিয়ার ভারপ্রাপ্ত সভাপতি শীলা দাশ, টিআইবি চট্টগ্রাম অঞ্চলের প্রোগ্রাম ম্যানেজার মোঃ জসিম উদ্দিন, বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদারুল আলম প্রমুখ। সভায় বিগত ছয় মাসে সক্রিয় মা ফোরাম যেসব কর্মসূচি সম্পন্ন করেছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও সভায় আগামী ছয় মাসে কি কি কর্মসূচি পরিচালনা করা হবে তাও চুড়ান্ত করা হয়। উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে, মা সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন, বাল্যবিবাহ, যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধে উঠান বৈঠকের আয়োজন, বিদ্যালয়ের বিভিন্ন ছোট-খাটো সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ, শিক্ষকদের হোম ভিজিটে সহযোগিতা প্রদান ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *