চট্টগ্রাম, , রোববার, ২৮ এপ্রিল ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

এ কে এম ফজলুল কবির চৌধুরীর ৪৭তম মৃত্যুবার্ষিকী ৯ সেপ্টেম্বর

প্রকাশ: ২০১৯-০৯-০৮ ১৪:১৫:৪৬ || আপডেট: ২০১৯-০৯-০৮ ১৪:১৫:৫৫

প্রদীপ শীল, রাউজান প্রতিনিধিঃ

পাকিস্তান পাদেশিক পরিষদের সাবেক বিরোধী দলীয় নেতা রাজনীতিবিদ ও পার্লামেন্টারিয়ান জননেতা মরহুম এ কে এম ফজলুল কবির চৌধুরীর ৪৭তম মৃত্যুবার্ষিকী কাল ৯ সেপ্টেম্বর সোমবার।
এ উপলক্ষে সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে রাউজানের গহিরা গ্রামে মরহুমের নিজবাড়িস্থ মসজিদে পবিত্র খতমে কুরআন ও মিলাদ মাহফিল ও মেজবানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে মরহুমের আত্মীস্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। এছাড়া ডাবুয়া হিংগলা এ কে এম ফজলুল কবির চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কদলপুর ইসলামিয়া নতুন পাড়া এ কে এম ফজলুল কবির চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, হলদিয়া সাজেদা কবির চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব গুজরা সাতবাড়িয়া এ কে এম ফজলুল কবির চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, গহিরা সাজেদা কবির চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, নোয়াজিষপুর সাজেদা কবির চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, হলদিয়া ইয়াছিন শাহ্ কলেজ এ কে এম ফজলুল কবির চৌধুরী হল, মরহুম এ কে এম ফজলুল কবির চৌধুরী অডিটোরিয়াম হল, মাধ্যম ফতেহ নগর সাজেদা কবির চৌধুরী প্রাথমিক বিদ্যালয়, রাউজানের হলদিয়া আমির হাটে সাজেদা কবির চৌধুরী পাঠাগার, মরহুম এ কে এম ফজলুল কবির চৌধুরী প্রতিষ্ঠিত রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ, রাউজান উপজেলা গহিরা শান্তির দ্বীপ কেন্দ্রীয় সমবায় সমিতি, গহিরা সাজেদা কবির কমিউনিটি ক্লিনিক, গহিরা সাজেদা কবির চৌধুরী ফোরকানিয়া মাদরাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে পৃথকভাবে দিনটি উদযাপনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
উল্লেখ যে, আলহাজ্ব এ.কে.এম. ফজলুল কবির চৌধুরী ১৯৭২ সালের ৯ই সেপ্টেম্বর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৫৬ বছর বয়সে ঢাকাস্থ বাসভবনে ইন্তেকাল করেন। মরহুম চৌধুরী সাবেক পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধী দলের নেতা এবং পূর্ব পাকিস্তান প্রাদেশিক আইন পরিষদের চেয়ারম্যান ছিলেন। আলহাজ্ব এ.কে.এম. ফজলুল কবির চৌধুরী ১৯১৭ সালের ১ নভেম্বর চট্টগ্রামের রাউজান থানার গহিরা গ্রামের পিতা– আলহাজ্ব খান বাহাদুর আবদুল জব্বার চৌধুরীর ও মাতৃকুল মধ্যযুগীয় মুসলিম মহিলা কবি রহিমুন্নেসার পৌত্রী বেগম ফাতেমা খাতুন চৌধুরানীর ঔরশে জন্মগ্রহণ করেন।
তিনি চট্টগ্রাম পোর্ট– ট্রাস্টের ভাইস চেয়ারম্যান, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট, মেরিন এন্ড মার্কেন্টাইল একাডেমীর গভর্নর ও চট্টগ্রাম ডিস্ট্রিক কাউন্সিলের কাউন্সিলর ছিলেন। ১০ম জাতীয় সংসদ সদস্য এবং রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী মরহুম এ কে এম ফজলুল কবির চৌধুরীর ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *