চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

খলিল চৌধুরী সৌদি আরব প্রতিনিধি

চলিত বছরে সৌদিতে হজ্ব পালন করতে গিয়ে ১১৭-বাংলাদেশি হজ্বযাত্রী মৃত্যু

প্রকাশ: ২০১৯-০৯-০৯ ১৪:৫৪:৪৫ || আপডেট: ২০১৯-০৯-০৯ ১৪:৫৭:৪১

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি :

মুসলিম বিশ্বের সর্ববৃহৎ ধর্মীয় উৎসবে জামায়েত ও ইসলাম ধর্মের সর্বোচ্চ, প্রথম ফরজ পবিত্র হজ্ব।

এ হজ্ব পালনের জন্য বাংলাদেশের ১,২৭,১৫২ সহ বিশ্বের ১৫০ টি দেশ থেকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ও মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ (সাঃ) জন্মভূমি সৌদি আরবে হজ্ব পালন করতে এসেছিলেন প্রায় ২৫-লাখ ধর্মপ্রাণ মুসল্লি।

চলিত বছরে এ পবিত্র হজ পালন করতে গিয়ে গতকাল পর্যন্ত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ১১৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।
এদিকে সর্বশেষ মক্কায় মো. আব্দুল মান্নান (৬৬) নামের এক হাজির মৃত্যু হয়েছে।গত ৭ সেপ্টেম্বর মক্কায় তার মৃত্যু হয়।নিহতের পাসপোর্ট নম্বর- ০৯৮৫৯৪২।
তিনি নোয়াখালীর জেলার কোম্পানীগঞ্জের বাসিন্দা ছিলেন। বেসরকারি বিএ ট্রাভেল অ্যান্ড ট্যুর এজেন্সির মাধ্যমে গত ২ আগস্ট তিনি পবিত্র হজ পালনের জন্য সৌদি এয়ারলাইন্সের এসবি ৩৮০১ ফ্লাইটে সৌদি আরব যান।

এপর্যন্ত চলতি বছর হজ পালন করতে গিয়ে মক্কা-মদিনা, জেদ্দা, মিনা, মুজদালিফা ও আরাফাতে মৃত্যুর সংখ্যা ১১৭ জনে দাঁড়াল।
তাদের মধ্যে ১০০ জন পুরুষ ও নারী ১৭ জন। এদের মধ্যে মক্কায় ১০২ জন, মদিনায় ১৩ জন ও ২ জন জেদ্দায় মারা যান।

মক্কা বাংলাদেশ হজ কাউন্সিলর মাকসুদুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে ফিরতি হজ ফ্লাইটে আজ সকাল পর্যন্ত ২৬৬ টি ফ্লাইটে ৯৩ হাজার ৩২৩ জন হজ্বযাত্রী বাংলাদেশী দেশে পৌঁছেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *