চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২ মে ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

তরুণ-প্রবীণ সমন্বয়ে হতে যাচ্ছে রাউজান আওয়ামীলীগের সম্মেলন

প্রকাশ: ২০১৯-০৯-০৯ ১৮:৩০:১০ || আপডেট: ২০১৯-০৯-০৯ ১৮:৩০:১৭

প্রদীপ শীল, রাউজান:

রাউজান উপজেলা আওয়ামীলীগের সম্মেলনকে সামনে রেখে রাজনীতিতে উৎসবমূখর পরিবেশ সৃষ্টি হয়েছে। অনেক নেতা পদ পদবী পাওয়ার লক্ষে জোর লবিং চালাছে তৃণমূলে। জানা যায়, আগামী ২১ সেপ্টম্বর অনুষ্ঠিত হবে রাউজান উপজেলা আওয়ামীলীগের সম্মেলন। রাউজান সরকারী বিশ^বিদ্যায়ল মাঠে অনুষ্ঠিত হবে এই সম্মেলন। সম্মেলন উদ্বোধন করবেন উত্তর জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনয়িার মোশারফ হোসেন এমপি। বিশেষ অতিথি থাকবেন আওয়ামীলীগের প্রচার সম্পাদক তথ্য মন্ত্রী ড. হাসান মাহামুদ। প্রধান বক্তা থাকবেন উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান এম.এ সালাম। আওয়ামীলীগ সূত্রে জানা যায়, তরুণ-প্রবীন সমন্বয়ে নতুন নেতৃত্ব আসছে সম্মেলনের মাধ্যমে। ইতিমধ্যে সভাপতি সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে একধিক নেতার নাম শুনা যা”ছে। সভাপতি পদে যাাদের নাম শুনা যাচ্ছে তাদের মধ্যে উল্লেখ যোগ্য অবস্থানে রয়েছে প্রবীন রাজনীতিবিদ উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী আবদুল ওয়াব চৌধুরী, বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ছাত্রনেতা আনোয়ারুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে নোয়াপাড়া কলেজের অধ্যক্ষ কফিল উদ্দিনের নাম সর্বত্র আলোচিত। তবে এই পদে আরো কয়েকজনের নাম শুনা যাচ্ছে। তারা সবাই তরুণ আওয়ামীলীগ নেতা। এক সময়ে তারা ছাত্র রাজনীতিতে আলোচিত ব্যাক্তি। তাদের মধ্যে রয়েছে বর্তমান যুগ্ন সম্পাদক বশির উদ্দিন খান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ভূপেষ বড়–য়া, জেলা যুবলীগ নেতা চেয়ারম্যান সরয়োর্দ্দী সিকদার, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য সাইফুল ইসলাম চৌধুরী রানা। নবীন প্রবীন সমন্বয় করে যদি কমিটি হয় সেক্ষেত্রে আমূল পরিবর্তন আসতে পারে রাউজানের রাজনীতিতে। সভাপতি সাধারণ সম্পাদকের মতো পদে একাধিক চাহিদা থাকলেও সম্মেলনকে ঘিরে চাঙ্গা হয়েছে দলের নেতাকর্মীরা। মুন্সির ঘাটাস্থ দলীয় কার্যালয়ে সরব উপস্থিতি ও সম্মেলন বাস্তবায়নে উপ-কমিটির বৈঠকে নানা সিন্ধান্ত সম্মেলনকে প্রাণবন্ত করবে বলে জানান আওয়ামীলীগের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *