চট্টগ্রাম, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

খলিল চৌধুরী সৌদি আরব প্রতিনিধি

দ্বিতীয় বার ওমরা করতে নির্ধারিত ফি বাতিল করলো সৌদি

প্রকাশ: ২০১৯-০৯-১০ ২০:৩৪:৫১ || আপডেট: ২০১৯-০৯-১০ ২০:৩৪:৫৮

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি :

দ্বিতীয়বারের মত ওমরা করতে কোনো ফি লাগবে না বলে ঘোষণা দিয়েছে সৌদি সরকার।
সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রী ডা. মুহাম্মদ সালেহ বিন তাহের বিনতান বলেছেন, সরকার দ্বিতীয় বার ওমরার জন্য নির্ধারিত ফি বাতিল করে দিয়েছে। এ ছাড়াও বেশ কয়েকটি সরকারী বিভাগ পুনর্গঠন করা হয়েছে।

ওমরার ভিসা, ফি হজ ও ওমরার পরিষেবা বিভাগগুলি পুনর্গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মন্ত্রী আরো বলেন,হজ ও ওমরার বিষয়ে নতুন সিদ্ধান্তটি ‘ভিশন ২০৩০’ লক্ষ্য অর্জনের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করে সৌদি সরকার।

এ সিন্ধান্তের আওতায় ‘ভিশন ২০৩০’ এর লক্ষ্যমাত্রায় ওমরা ও হজযাত্রী বাৎসরিক ৩০০ কোটিতে পৌঁছানোর উদ্দেশ্য সৌদি আরবের।হজ ও ওমরা মন্ত্রী ডা. মুহাম্মদ সালেহ বিন তাহের বিনতান আরো বলেন, হজ ও ওমরার জন্য উন্নত সুযোগ-সুবিধা দিতে সৌদি সরকার ও হারামাইন শরিফাইনের খাদেম সৌদি বাদশা শাহ সালমান বিন আবদুল আজিজ আল্লাহর মেহমানদের সম্মানে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, উমরা ও হজ করতে সৌদি সরকারকে নির্দিষ্ট পরিমাণের ফি দিতে হয়। কেউ যদি প্রথম উমরা করতে আসে তার ফি আদায় করতে হলেও দ্বিতীয়বার কোনো ফি দিতে হবে না বলে জানিয়েছে সৌদি সরকার। এমনকি ওমরা ভিসায় সমগ্র সৌদি আরব ভ্রমণও করা যাবে বলে জানায় সৌদি ট্যুরিজম অ্যান্ড ন্যাশনাল হেরিটেজ কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *