চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

উপজেলা নির্বাচন ও কৃতজ্ঞতা প্রকাশ-নুরুল আবছার চৌধুরী

প্রকাশ: ২০১৯-০৯-১২ ২৩:২৯:৪২ || আপডেট: ২০১৯-০৯-১২ ২৩:২৯:৫১

নুরুল আবছার চৌধুরী : যে দলের জন্য আন্দোলন, সংগ্রাম ৫ মাস ১৭ দিন একসাথে কারা নির্যাতন ভোগ, সন্ত্রাস দমন মামলার আসামী, অমানবিক পুলিশি নির্যাতনের স্বীকার হয়েছি, দেশান্তরিত হওয়াতে বিসিএস পরীক্ষা দিতে পারিনি, ক্যারিয়ার নষ্ট করেছি সে দল ও আদর্শের বিরুদ্ধে নির্বাচন করা সম্ভব নয়। তাই সাতকানিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হইনি। ২০০৯ সালে প্রার্থী হয়ে নেতাদের সিদ্ধান্তে প্রার্থীতা প্রত্যাহার করেছি এবং ১৪ সালে যখন কেউ প্রার্থী হতে এগিয়ে আসেনি সেই সময় আমিই নির্বাচন করে ৪৫ হাজার ৮৪০ ভোট পেয়ে ২য় হওয়া, নির্বাচনের পর আমার গাছ বাগান জ্বালিয়ে দিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি। মনোনয়ন বোর্ডে যারা আমাদের নামটি পর্যন্ত পাঠানোর প্রয়োজন বোধ করেনি আল্লাহ তাদেরকে হেদায়ত করুক। আজতো দলের সুদিন, বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে নেত্রী ক্ষমতায় তাতেই খুশী। যে কোন দুর্দিনে আমাদেরকে দল পাবে ইনশাআল্লাহ। আমার নিজ আইডি থেকে স্বতন্ত্র নির্বাচন করব লিখিনি, তবে যারা বিভিন্ন আইডি আমার নামে খুলে লেখালেখি, প্রচারণার মাধ্যমে নির্বাচন করতে উৎসাহিত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ ও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক -আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *