চট্টগ্রাম, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

দোহাজারী হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার দাবিতে আগামীকাল মানববন্ধন

প্রকাশ: ২০১৯-০৯-১২ ১৮:১৫:৪৭ || আপডেট: ২০১৯-০৯-১২ ১৮:১৫:৫৫

মো. নুরুল আলম, চন্দনাইশ (চট্টগ্রাম) :

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভাস্থ দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা, আধুনিক যন্ত্রপাতিসহ পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা সামগ্রী নিশ্চিত করা, হাসপাতাল বৃহদায়নে প্রয়োজনীয় ভবন নির্মাণ, এ্যাম্বুলেন্স চালকের পদ সৃষ্টি করে দ্রুত চালক নিয়োগ দিয়ে অচল এ্যাম্বুলেন্স সচল করা এবং প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে ২৪ ঘন্টা জরুরী স্বাস্থ্য সেবা নিশ্চিত করার দাবিতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘দোহাজারী ব্লাড ব্যাংক’র সার্বিক সহযোগীতায় চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) এর ৭৫ টি সামাজিক সংগঠনের সম্মিলিত অংশগ্রহণে মানববন্ধন শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকালে দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে অনুষ্ঠিত হবে। আয়োজকদের পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে জানানো হয়, মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় ৫ হাজার মানুষ অংশগ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে।
দাবীর স্বপক্ষে জনমত তৈরি করতে ইতিমধ্যে চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাথে মতবিনিময়ও করেছেন তারা।

মানববন্ধনের পর স্থানীয় সাংসদের মাধ্যমে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করে দ্রুত দাবি বাস্তবায়নের অনুরোধ জানানো হবে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

মানববন্ধনে একাত্মতা পোষণকারী সামাজিক সংগঠনগুলো যথাক্রমেঃ- চন্দনাইশ সমিতি, প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ-দোহাজারী উচ্চ বিদ্যালয়, আলোকিত যুব সমবায় সমিতি, চাগাচর ভাই ভাই একতা সংঘ, আধাঁরে আলো, দোহাজারী ক্লাব, দোহাজারী গ্রন্থাগার, ইয়ং স্টার ক্লাব, প্রভাতী স্পোর্টিং ক্লাব, আবুল কাশেম লেদু চেয়ারম্যান ফাউন্ডেশন, দিপ্ত একতা সংঘ, তরুন প্রজন্ম একতা সংঘ, কিল্লাপাড়া সমাজ কল্যাণ পরিষদ, রায়জোয়ারা জাগ্রত তরুণ একতা সংঘ, আফজল সওদাগর স্মৃতি ফাউন্ডেশন, গাজি শাহ (রঃ) একতা সংঘ, লালুটিয়া ক্রিয়েটিভ একতা সংঘ, বর্ণমালা পরিষদ, আলোর সন্ধানে, মাষ্টারঘোনা সমাজ কল্যাণ পরিষদ, আশ্রয়ণ প্রকল্প যুব সংঘ, হৃদয়ে দিয়াকুল, দক্ষিণ দিয়াকুল ফুটন্ত ফুলের আসর, উত্তর দিয়াকুল ইউনাইটেড স্টুডেন্ট ফোরাম, জামিজুরী রক্তদান সংস্থা, জামিজুরী বৌদ্ধ একতা সংঘ, জামিজুরী বৌদ্ধ যুব সংঘ, জামিজুরী জাগরণ ক্লাব, জামিজুরী দিশারী ক্লাব, জামিজুরী মোহামেডান, জামিজুরী যুব উন্নয়ন কমিটি, চাগাচর ভাই ভাই একতা সংঘ, আবু বক্কর (রাঃ) স্মৃতি সংসদ, এস.পি আহমদ শফি- মনোয়ারা বেগম দুস্থ কল্যাণ ফাউন্ডেশন, দোহাজারী এ রহমান স্মৃতি সংসদ, রকিম উদ্দীন যুব গোষ্ঠী, ফুলতলা যুব সংসদ, প্রত্যয়, আলহেরা, শতবর্ষ উদযাপন পরিষদ হাছনদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্বপ্নযাত্রা হাছনদন্ডি, উদীয়মান নবযাত্রা, খায়ের আহমদ সমর্থক গোষ্ঠী, হাজারী টাওয়ার ব্যবসায়ী সমিতি, হাজারী শপিং সেন্টার ব্যবসায়ী সমিতি, হাজারী বাজার ব্যবসায়ী সমিতি, খাঁন প্লাজা ব্যবসায়ী সমিতি, সিটি সেন্টার ব্যবসায়ী সমিতি, হাছনদন্ডি বন্ধন ফোরাম, আবাহনী ক্রীড়াচক্র, শেখ রাসেল স্মৃতি সংসদ, বারুদখানা ঐক্য পরিষদ, মরহুম সফর আলী স্মৃতি সংসদ, চাগাচর তরুন একতা সংঘ, ইয়াং স্টার একতা সংঘ, নছিমিয়া সুন্নিয়া ঐক্য পরিষদ, প্রতিভার আলো, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ, ইমাম শেরে বাংলা স্মৃতি সংসদ, গাউছিয়া হামিদিয়া ঐক্য পরিষদ, হযরত ইমাম হোসাইন সমবায় সমিতি, নাথপাড়া মহোৎসব আয়োজন কমিটি, কালিয়াইশ সাংগঠনিক সমন্বয় ফোরাম, কালিয়াইশ সমাজ কল্যাণ পরিষদ, আঞ্জুমানে নক্সবন্দিয়া মোজাদ্দেদিয়া হাকিমিয়া পরিষদ, নবকল্লোল যুব সংঘ, জয়যাত্রা একতা সংঘ, উত্তর কালিয়াইশ বয়েস ক্লাব, প্রত্যয় একতা সংঘ, উত্তর কালিয়াইশ মাঈঙ্গাপাড়া যুব উন্নয়ন সংগঠন, মলিয়াকুল সমাজ কল্যাণ, আশার আলো, আলোর দিশারি, রসুলাবাদ ফ্রেন্ডস ডট কম একতা সংঘ, কালিয়াইশ শেখ রাসেল স্মৃতি সংসদ, বঙ্গবন্ধু ছাত্রপরিষদ- চট্টগ্রাম দক্ষিণ জেলা, সেবক ফাউন্ডেশন বাংলাদেশ, অনুপ্রাণ ব্লাড ব্যাংক, খাগরিয়া চরপাড়া সমাজকল্যাণ পরিষদ, চন্দনাইশ ছাত্র সংসদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *