চট্টগ্রাম, , সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

এওয়ার্ড পেয়েছেন রাঙ্গুনিয়ার শিলক স্কুলের প্রধান শিক্ষক জাবেদ

প্রকাশ: ২০১৯-০৯-১৪ ২৩:২৩:০৮ || আপডেট: ২০১৯-০৯-১৪ ২৩:২৩:১৭

রাঙ্গুনিয়া প্রতিনিধি :
মাদার তেরেসা গোল্ডেন এওয়ার্ড পেয়েছেন দক্ষিণ রাঙ্গুনিয়া শিলক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাবেদ হোসেন তালুকদার। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি এই পুরষ্কার লাভ করেন। সাউথ এশিয়া স্যোসাল কালচারাল ফোরাম এর আয়োজনে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আনুষ্ঠানিক ভাবে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। সংগঠনের কার্যকরী সভাপতি মুহাম্মদ আতা উল্লাহ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন বিচারপতি মো. শামসুল হুদা। অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত, সাবেক এমপি লায়ন এম এ আওয়াল, সংগঠনের সভাপতি শাহ আলম চুন্নু, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রাক্তন চেয়ারপার্সন অধ্যাপক ড. সাদিয়া আহমদ, এডিশনাল পুলিশ সুপার (অব:) কবি জাহাঙ্গীর আলম চৌধুরী, আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থার উপ-পুলিশ কমিশনার কবি নুরুল ইসলাম বিপিএম, অধ্যাপক জাহানারা সুলতানা রাজিয়া প্রমুখ। এদিকে শিক্ষক জাবেদ হোসেন তালুকদার মাদার তেরেসা গোল্ডেন এওয়ার্ড পাওয়ায় বিদ্যালয় পরিচালনা পরিষদ, শিক্ষক-শিক্ষার্থী ও বিদ্যালয়ের সভাপতি ও শিলক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম তালুকদার পৃথক বিবৃতিতে তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *