চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

শফকত হোসাইন চাটগামী বাঁশখালী প্রতিনিধি

আনোয়ারায় এম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহতরা সবাই বাঁশখালীর!

প্রকাশ: ২০১৯-১০-১৭ ২১:০৩:২৯ || আপডেট: ২০১৯-১০-১৭ ২১:০৩:৪৬

শফকত হোসাইন চাটগামী, বাঁশখালী :

আনোয়ারা উপজেলার চাতরী চৌমহনী এলাকায় আজ (১৭ অক্টোবর) বৃহস্পতিবার বিকেলে রোগীবাহী এম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত এবং আহত সকলের বাড়ি বাঁশখালীতে। ঘটনায় নিহত ৩ জনই একই পরিবারের সদস্য। তাদের সবার বাড়ি বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের আজগরপাড়া গ্রামের বলে জানা গেছে। এই ঘটনায় বাঁশখালীর ছনুয়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চলছে মাতম। আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে।

বিস্ফোরণে নিহতরা হলেন-
বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ আজগর পাড়া এলাকার মৃত খলিলুর রহমানের পুত্র মুফিজুর রহমান (৭০), তার পুত্রবধু কামাল উদ্দিনের স্ত্রী জয়নাব বেগম (২৮) ও আরেক পুত্রবধু সাহাব উদ্দিনের স্ত্রী বুলবুল আক্তার (২৫)।

তাছাড়া একই পরিবারের মুফিজুর রহমানের পুত্র নিজাম উদ্দিন, আরেকপুত্র সাহাব উদ্দীন, সাইফুদ্দিন এবং চকরিয়ার শামশুল আলমের ছেলে হেলপার মোহাম্মদ মুন্নাসহ ৪ জন আহত হয়েছে। আহতদের অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *