চট্টগ্রাম, , সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

admin

টেকনাফে বন্দুকযুদ্ধে নিহত-২

প্রকাশ: ২০১৯-১০-১৭ ১১:২৪:০৫ || আপডেট: ২০১৯-১০-১৭ ১১:৩২:৪৪

আবদুল্লাহ  মনির,টেকনাফ :

টেকনাফের পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ মাদক কারবারি নিহত হয়েছে। নিহত মাদক ব্যবসায়ী হল-টেকনাফের হোয়াইক্যংইউনিয়নের কাঞ্চর পাড়া এলাকার সামশুল আলমের ছেলে জিয়াবুল হক জিয়া প্রকাশ বাবুল(৩০)ও বাহারছড়া ইউনিয়নেরশীলখালী এলাকার কেফায়েত উল্লাহ ছেলে আজিম উল্লাহ(৪৬) 

১৭ অক্টোবর বৃহস্পতিবার রাতে টেকনাফের হোয়াইক্যং সাতঘরিয়া পাড়া পাহাড় এলাকায় এঘটনা ঘটে। এসময় চার পুলিশসদস্য আহত হয়। আহতরা হলেন, কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার উখিয়া-সার্কেল নিহাদ আদনান তাইয়ান, উপ-পরিদর্শক সাব্বির আহমেদ, কনেস্টবল রাইসুল ইসলাম আসাদ ও শুক্কুর।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, গোপন সংবাদে পুলিশের একটিদল বুধবার বিকালে টেকনাফের হ্নীলাবাজার এলাকা থেকে বহু মামলার পলাতক আসামি জিয়াবুল হক বাবুলকে গ্রেফতার করে। পরে তার স্বীকারুক্তি মতেবৃহস্পতিবার  ভোর রাতে অতিরিক্ত পুলিশ সুপার উখিয়া-সার্কেল নিহাদ আদনান তাইয়ান এর নেতৃত্বে টেকনাফ থানার তদন্তওসি এবিএমএস দোহাসহ একদল পুলিশ টেকনাফের হোয়াইক্যং সাতঘরিয়া পাড়া পাহাড়ের পাদদেশে তাহাদের গোপন আস্তানায় অস্ত্র ও ইয়াবা উদ্ধারে যায়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আটক ব্যক্তির দলের লোকজন পুলিশের উপর গুলিবর্ষণ করে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাকরে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার উখিয়া-সার্কেল নিহাদ আদনান তাইয়ান সহ চার পুলিশ সদস্য আহত হয়। পরে পুলিশওঅতœরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

 পরে ইয়াবা কারবারিরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় বাবুল ও অপরসহযোগী আজিম উল্লাহকে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে,জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে উন্নতচিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

তিনি আরোও জানান, ঘটনাস্থল থেকে ১টি সুটার গান ৫টি দেশীয় এলজি, ৩৬ রাউন্ড তাজা গুলি ও ৫হাজার ইয়াবা উদ্ধার করেপুুলিশ। তাদের বিরোদ্ধ মাদক ,অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। লাশ ২টি ময়নাতদরে জন্য কক্সবাজার সদর হাসপাতালেরমর্গে পাঠানোর হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *