চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪

admin

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত

প্রকাশ: ২০১৯-১০-১৮ ১২:৩৩:৪৯ || আপডেট: ২০১৯-১০-১৮ ১২:৩৩:৫৬

আবদুল্লাহ মনির,টেকনাফ :

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধের ঘটনায়  দুই রোহিঙ্গা  নিহতহয়েছেন। বিজিবির দাবি, তারা মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান নিয়ে আসছিল। নিহত দুজন ইয়াবা পাচারকারি  ছিল। 

নিহতরা হলেন- উখিয়ার কুতুপালং শরনার্থী শিবিরের এ বল্কের সুলতান আহম্মেদের ছেলে আবুল হাসিম (২৫) একই শিবিরেরসি বল্কের আবু সিদ্দিকের ছেলে নূর কামাল (১৯)। 

শুক্রবার  ভোর রাতে টেকনাফ  উপজেলার হোয়াইক্যং লম্বাবিল  এলাকায় নাফনদীর তীরে  ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। 

বিজিবির বলেন, ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা, ১টি দেশীয় বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজসহ  কিরিচ জব্দ করা হয়েছেনিশ্চিত করেন বিজিবি। এঘটনায় বিজিবি তিন সদস্য আহত হয়েছে।

শুক্রবার সকালে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

তিনি জানান, মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান এনে নাফনদীর দিয়ে টেকনাফের হোয়াইক্যং লম্বাবিল এলাকায় প্রবেশকরছে, এমন গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি বিশেষ দল ওই এলাকায় অবস্থান করে। এসময় একটি নৌকাকে থামনোরনির্দেশ দিলে, লাফ দিয়ে দুজন পাচারকারি পালনোর চেষ্টা করে।  তাদের ধাওয়া করলে  বিজিবির ওপর গুলি চালায় । এ সময়বিজিবি আত্মরক্ষার্থে গুলি চালালে দুই পক্ষের মধ্যে ৮-১০ মিনিট গোলাগুলি হয়। এতে পাচারকারিরা গুলি চালিয়ে নৌকা নিয়েপালিয়ে যায়। 

তিনি বলেন, পরে ওই এলাকায় তল্লাশি কর গুলিবিদ্ধ অবস্থায় ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেনিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে ডাক্তারতাকে মৃত ঘোষনা করেন।

গত দুই বছরের বেশি সময়ে১৮ অক্টোবর পর্যন্ত  কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১৭৫ জননিহত হয়েছেন। তার মধ্যে মোট ৪৯ জন রোহিঙ্গা। এর মধ্যে তিনজন নারী ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *