চট্টগ্রাম, , সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

খলিল চৌধুরী সৌদি আরব প্রতিনিধি

মদিনায় সড়ক দুর্ঘটনায় ১২-জনের মধ্যে নিহত ৯ জন নাম প্রকাশ

প্রকাশ: ২০১৯-১০-২১ ০০:০০:৫০ || আপডেট: ২০১৯-১০-২১ ০০:০০:৫৮

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি :

গত ১৬ অক্টোবর সৌদি আরবের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় রাজধানী রিয়াদ থেকে আসা উমরাহ যাত্রী বাহি একটি বাস মদিনা জেয়ারাহ শেষে মক্কার উদ্দেশ্যে আসার পথে মদিনা শহর থেকে আনুমানিক ১৯০ কিলোমিটার দূরে আল আকহাল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ১১ জন বাংলাদেশী’র মধ্যে থেকে ০৯ জনের নাম প্রকাশ করেছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা

তারা হলেন : ১-মোক্তার ২-বেলাল ৩-হুমায়ন ৪-নাছির ৫-রুহুল আমিন ৬-মনু মিয়া ৭-হাকিম ৮-সাকিব ৯-ফারুক

রিয়াদ বাংলাদেশ দূতাবাস ও জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সূত্রে জানা গেছে বাসটিতে ভ্রমণকারী বাংলাদেশী উমরাহ যাত্রী গণ তাদের কোন বৈধ কাগজপত্র জমা না দেয়ায় তাদের পরিচয় শনাক্ত করতে কিছুটা বিলম্ব হচ্ছে,

একই মর্মে সূত্র আরো জানান প্রকাশিত নামের কোন প্রবাসী যদি নিখোঁজ থাকে তাদের পরিবার কে বাংলাদেশ দূতাবাস রিয়াদ অথবা বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা’য় যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে

যোগাযোগ করুন
জনাব মোহাম্মদ মুহসিন
অনুবাদক কাম আইন সহকারী
বাংলাদেশ কনস্যুলেট জেদ্দা
মোবাইল : ০০৯৬৬ ৫৫ ৭৪৯৭৮৬২

উল্লেখ্য রাজধানী রিয়াদের বাথা এলাকার দার আল মিকাত উমরাহ অফিস থেকে ছেড়ে যাওয়া বাসটিতে ৪০ জন উমরাহ যাত্রী ছিলেন। যাদের মধ্যে ৩৬ জন দুর্ঘটনাস্থলে মারা যান,আহত হন বাকি ০৪ জন।নিহত ৩৬ জনের মধ্যে ১১ জন বাংলাদেশী ছিল বলে গত ১৯ অক্টোবর বেলা ১১ টায় বাংলাদেশ কনস্যুলেট জেদ্দা’র শ্রম কল্যাণ উইং এক বিজ্ঞপিতে জানিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *