চট্টগ্রাম, , রোববার, ১৯ মে ২০২৪

admin

টেকনাফ সীমান্তে ৪ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার

প্রকাশ: ২০১৯-১০-২৩ ২১:০২:০২ || আপডেট: ২০১৯-১০-২৩ ২১:০৩:০৫

আবদুল্লাহ মনির,টেকনাফ :

কক্সবাজারের টেকনাফে সীমান্তে ৪ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার ভোর রাত সাড়ে তিন টার দিকে দমদমিয়া সীমান্ত এলাকা থেকে ইয়াবা চালানটি উদ্ধার করা হয় বলে জানায় বিজিবি।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার জানান, বুধবার ভোররাতে টেকনাফ দমদমিয়া সীমান্তে ইয়াবার বড় চালান খালাসের গোপন সংবাদে বিজিবির একটি টহল দল সেখানে অবস্থান নেয়। এর কিছুক্ষণ পর ৪/৫ জন লোক নাফনদ সাঁতরিয়ে হাজির খাল এলাকার উত্তরে কেওড়া বাগান এলাকা দিয়ে উঠে যেতে দেখে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করে।

এসময় পাচারকারীরা অন্ধকারে তাদের কাধে থাকা ইয়াবাভর্তি ব্যাগ ফেলে দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে টহলদল পাচারকারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে সেখানে ৪ লাখ ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ১২ কোটি ৯০ লাখ টাকা বলে জানায়।

বিজিবি কর্মকর্তা আরো জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট সমূহ ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *