চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

শফকত হোসাইন চাটগামী বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

প্রকাশ: ২০১৯-১০-২৮ ১৪:১৬:৪৫ || আপডেট: ২০১৯-১০-২৮ ১৪:১৬:৫৩


শফকত হোসাইন চাটগামী, বাঁশখালী :
বাঁশখালীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল (২৬ অক্টোবর) শনিবার সকালে বণার্ঢ্য র‌্যালী শেষে পৌরসদরস্থ গ্রীণ পার্ক কমিউনিটি সেন্টারে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম মজুমদার। এতে প্রধান অতিথি ছিলেন, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।

বিশেষ অতিথি ছিলেন, সহকারী পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. মফিজ উদ্দীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, বাঁশখালী থানার ওসি (তদন্ত) মো. কামাল উদ্দিন, বাঁশখালী পৌরসভার মেয়র সেলিমুল হক চৌধুরী, বাঁশখালী আলাওল ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মো. ইদ্রিছ ও শেখেরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইয়াছিন প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, বর্তমান সরকারের আমলে দেশে আইনী সুশাসন চলছে। তারই প্রমাণ স্বরূপ সারাদেশে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা করা হয়েছে। প্রত্যন্ত অঞ্চলের নাগরিক যাতে সঠিক ভাবে আইনের সহায়তায় পায় সেই লক্ষে কমিউনিটি পুলিশিং গঠন করা হয়েছে। পুলিশ জনগণের বন্ধু। সামাজিক যেকোন অন্যায়, দুর্নীতি রুখতে পুলিশকে সহায়তা করুন। নিজেরা সচেতন হলে আইনের সুশাসন নিশ্চিত করা সম্ভব। তাই কোন অন্যায় দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে পুলিশকে সঠিক তথ্য প্রদানে আইনী ভাবে প্রতিরোধ গড়ে তুলুন। তাতে করেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়া সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *