চট্টগ্রাম, , সোমবার, ৬ মে ২০২৪

admin

শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে ফের গোলাগুলির শব্দ, আতংকে রোাহিঙ্গারা

প্রকাশ: ২০১৯-১০-২৮ ১৪:৪৩:৪৪ || আপডেট: ২০১৯-১০-২৮ ১৪:৪৩:৫১


আব্দুল্লাহ মনির, টেকনাফ :
টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েছে রোহিঙ্গারা। গতকাল রবিবার রাত ১০টার দিকে হ্নীলা ইউনিয়নের শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে গুলির শব্দ শুনতে পায় রোহিঙ্গারা।

তবে কারা এ গোলাগুলির ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।
শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা করিম উল্লাহ বলেন,শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের নুরালি পাড়ার পশ্চিম দিক থেকে হঠাৎ গুলির শব্দ শুনতে পেয়েছি। পরপর চারটি গুলির আওয়াজ আমরা শুনেছি।
এদিকে ক্যাম্পের রোহিঙ্গারা গোলাগুলির ঘটনাটি রোহিঙ্গা ডাকাতদের অভ্যন্তরীণ হতে পারে বলে ধারণা করছেন।

শালবাগান, জাদিমুড়া ও নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দারা জানান, পাহাড়ী আস্তানায় লুকিয়ে থাকা হাকিম ডাকাত ও জকির ডাকাত বাহিনী মাঝেমধ্যে ক্যাম্পে আতংক ছড়ানোর জন্য এ ধরণের কর্মকাণ্ড ঘটিয়ে থাকেন।

এ ব্যাপারে জানতে চাইলে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি প্রদীপ কুমার দাশ বলেন, রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে গুলির শব্দ শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ গিয়ে কারা এ সমস্ত ঘটনা ঘটেছে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার জন্য অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *