চট্টগ্রাম, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় কৃষকের কাঁচা ধান কেটেছে দুর্বৃত্তরা

প্রকাশ: ২০১৯-১০-২৯ ২৩:৩০:৩৬ || আপডেট: ২০১৯-১০-২৯ ২৩:৩০:৪৩


আনোয়ারা প্রতিনিধি :
আনোয়ারায় এক কৃষকের ১২ শতকজমির কাঁচা ধান কেটে ফেলেছেদুর্বৃত্তরা। গত সোমবার গভীর রাতে উপজেলার বরুমচড়া গ্রামের কৃষক আবদুর রহিমের আমন ক্ষেতের কাঁচা ধান কেটে জমিতে ফেলে রাখে। গতকাল মঙ্গলবার সকালে আবদুর রহিম জমি দেখতে গিয়ে দেখেন তার জমির কাঁচা ধান দুর্বৃত্তরা কেটে ফেলেছে। এ ঘটনায় তিনি আনোয়ারা থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে,কৃষক আবদুর রহিমের ১২ শতক পৈত্রিক জমিতে আমন ধানের চাষ করা হয়। সোমবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা জমির কাঁচা ধান ও শিম গাছ কেটে ফেলে। এ সময় ক্ষেতের দেখভালোর জন্য নিয়োজিত মোহাম্মদ নুর বাধা দিলে তাকে মারধর করে তারা। এতে ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি করেন কৃষক আবদুর রহিম। এ ঘটনায় স্থানীয় আবদুল মোতালেব,আরিফুল হক,আরফা খাতুন ও আনোয়ারা খাতুনকে দায়ী করেন তিনি।

আনোয়ারা থানার উপ-পুলিশ পরির্দশক (এসআই) খাইরুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয়ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *