চট্টগ্রাম, , রোববার, ১৯ মে ২০২৪

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

বিশ্বের মধ্যে মডেল হবে মিরসরাই বঙ্গবন্ধু শিল্পনগর : ইঞ্জিনিয়ার মোশাররফ

প্রকাশ: ২০১৯-১০-৩০ ২০:১৮:৪৬ || আপডেট: ২০১৯-১০-৩০ ২০:১৮:৫৫

মিরসরাই প্রতিনিধি :

আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, মিরসরাইয়ের ইছাখালী চরে ৩০ হাজার একর চরজুড়ে গড়ে উঠা বঙ্গবন্ধু শিল্পনগর হবে বিশ্বের রোল মডেল। এখনো পৃথিবীর অনেক দেশ বাংলাদেশকে ফলো করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা এখন পিছিয়ে নেই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনেক এগিয়ে গেছি।

তিনি বুধবার ( ৩০ অক্টোবর) দুপুরে মিরসরাইয়ের ৩ নং জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ইঞ্জিনিয়ার মোশাররফ আরো বলেস, মিরসরাইয়ে কোন ভাইলীগ চলবে না। যারা সন্ত্রাসী লালন পালন করে, মাদকের সাথে জড়িত তারা নেতৃত্বে আসতে পারবে না। বাংলাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এখন কেহ না খেয়ে মারা যায় না।

ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রসার কান্তি বড়ুয়ার সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী বাহার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় সম্পাদক মাহবুবুর রহমান রুহেল, সদস্য কাইয়ুম নিজামী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী প্রমুখ।

এসময় কাউন্সিলদের মতামতের ভিত্তিতে শ্যামল দেওয়ানজীকে সভাপতি ও রেজাউল করিম মাস্টারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *