চট্টগ্রাম, , বুধবার, ১ মে ২০২৪

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে র‍্যালী ও আলোচনা সভা

প্রকাশ: ২০১৯-১১-০১ ২২:২৪:১৮ || আপডেট: ২০১৯-১১-০১ ২২:২৪:২৬

মিরসরাই প্রতিনিধি :
“দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় মিরসরাই উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উদযাপিত হয়েছে জাতীয় যুব দিবস ২০১৯।

শুক্রবার (১লা নভেম্বর) সকাল ১১টায় এ উপলক্ষ্যে র‍্যালী, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

র‍্যালীটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক পদক্ষিন করে যুব উন্নয়ন অফিসের সামনে এসে শেষ হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী আবদুল আলিমের সভাপতিত্বে এবং স্বেচছাসেবী সংগঠন শান্তিনীড়ের সভাপতি আশরাফ উদ্দিন সোহেলের উপস্থাপনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র পোর্দার এবং সমবায় কর্মকর্তা দীপক দাশ।

এতে উপজেলার বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অংশগ্রহনকারী সংগঠনগুলো হচ্ছে শান্তিনীড়, দুর্বার প্রগতি সংগঠন, প্রজন্ম মিরসরাই, মধ্যম আমবাড়ীয়া যুব সংঘ, সৃজন যুব সংঘ, হিতকরী, দক্ষিণ আমবাড়ীয়া যুব সংঘ, লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাই, প্রচেষ্টা ছাত্র পরিষদ, স্বপ্নতরী-৭১, উদ্দীপন ক্লাব, নির্বাণ সংঘ, দীপ জ্বেলে যাই, লিও ক্লাব, বিপ্লব সংঘ,হৃদিসখা, সৈয়দপুর সমাজ কল্যাণ সংস্থা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *