চট্টগ্রাম, , শুক্রবার, ৩ মে ২০২৪

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

জোরারগঞ্জে ডাকাতির চেষ্টাকালে ১ জন আটক

প্রকাশ: ২০১৯-১১-০৫ ২০:২৬:৪২ || আপডেট: ২০১৯-১১-০৫ ২০:২৬:৫৩


মিরসরাই প্রতিনিধি :
মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ডাকাতির চেষ্টা কালে একজনকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

সোমবার (৪ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার সময় এই ঘটনা ঘটে। এঘটনায় আহত হন নন্দনপুর এলাকার দারোগা বাড়ির শফিকুর রহমানের স্ত্রী রওশন আরা বেগম (৬৫), আতিকুর রহমানের মেয়ে নাবিলা (৫), নাজরান (১০ মাস), মুকুল ইসলামের স্ত্রী মায়া (৩৪), মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে রেজাউল রহমান (৫১)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এঘটনায় ডাকাতদলের সদস্য আলা উদ্দিন (৩৫) কে আহত অবস্থায় সোমবার রাত ১২ টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার আহমেদ করিমের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, জোরারগঞ্জ ইউনিয়নের নন্দনপুর এলাকার দারোগা বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে ঘরে ঢুকে অতর্কিতে ডাকাত দলের কয়েকজন সদস্য স্প্রে’র মাধ্যমে একই পরিবারের পাঁচ-ছয়জনের উপর হামলা করে। এতে কয়েকজন তাৎক্ষনিক অজ্ঞান হয়ে পড়ে বাকীরা চিৎকার শুরু করলে এলাকাবাসীরা ছুটে এসে ডাকাত দলকে ধাওয়া করে। ডাকাত দলের এক সদস্যকে এলাকাবাসী আটক করতে সক্ষম হলেও বাকীরা পালিয়ে যায়।

জোরারগঞ্জ থানার এস.আই সিরাজুল ইসলাম জানান, এটি ডাকাতির ঘটনা নয়। তারা চুরির উদ্দেশ্যে ওখানে গিয়েছিলো। এসময় তাদের এক সদস্যকে আটক করা হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চমেকে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *