চট্টগ্রাম, , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

admin

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সত্যপ্রিয় বড়ুয়া

প্রকাশ: ২০১৯-১১-০৬ ২৩:১৪:৩০ || আপডেট: ২০১৯-১১-০৬ ২৩:১৪:৪০

বীরকণ্ঠ ডেস্ক:

“পশ্চিম আধাঁর মানিক গ্রামকে টর্চারসেল বলে মানুষের চরিত্র হরণ করেছে একটি সংঘবদ্ধ মাদক চক্র” এমন শিরোনামে গত ৩ নভেম্বর বীর কণ্ঠসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন রাউজান পূর্ব গুজরা ইউনিয়নের পশ্চিম আধাঁরমানিক গ্রামের সত্যপ্রিয় বড়ুয়া। তিনি লিখিত বক্তব্যে বলেছেন, স্থানীয় ইউপি সদস্য উজ্জ্বল বড়ুয়া বিভিন্ন গণমাধ্যম কর্মীদের মিথ্যে তথ্য দিয়ে সত্যপ্রিয় বড়ুয়া, সজল বড়ুয়া, বিশাখা বড়ুয়া, প্রেমানন্দ বড়ুয়া ও মৃদুল বড়ুয়াকে এলাকার চিহ্নত মাদক ব্যবসায়ী বলে উল্লেখ করছেন। যাহা মনগড়া। মিথ্যে ও ভিত্তিহীন। ইউপি সদস্য উজ্জ্বল বড়ুয়া ক্ষমতার অপব্যবহার করে লোকজনদের নানাভাবে হয়রানীসহ জাল জালিয়তিপূর্ণ দলিল সৃজন করেন বলে লিখিত বক্তব্যে সত্যপ্রিয় বড়ুয়া দাবী করেন।

তিনি আরো বলেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ইউপি সদস্য উজ্জ্বল বড়ুয়া সংবাদকর্মীকে দিয়ে মিথ্যে সংবাদ প্রকাশ করছে। তিনি প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

আমাদের রাউজান প্রতিনিধি প্রদীপ শীল জানান, স্থানীয় ইউপি সদস্য উজ্জ্বল বড়ুয়ার তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *