চট্টগ্রাম, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজানে জগদ্বাত্রী পূজা উপলক্ষে কুণ্ডেশ্বরী মায়ের পূজা অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৯-১১-০৬ ২০:৫৯:৫৬ || আপডেট: ২০১৯-১১-০৬ ২১:০০:০৫

প্রদীপ শীল, রাউজানঃ

জগদ্বাত্রী পূজা উপলক্ষে দু’দিন ব্যাপী কুণ্ডেশ্বরী মায়ের পূজা ধর্মীয় মাঙ্গলিক কর্মসূচীর মধ্যদিয়ে শেষ হয়েছে। ৬ নভেম্বর রাউজান পৌর এলাকার ঐতিহ্যবাহী কুণ্ডেশ্বরী ভবণে কুণ্ডেশ্বরী ঔষাধালয় লিমিটেডের ব্যস্থাপনা চেয়ারম্যান লায়ন প্রফুল্ল রঞ্জন সিংহের ব্যবস্থাপনায় মায়ের পূজা, মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জানা যায়, জগদ্বাত্রী পূজা উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার পূজার্থীর আগমন ঘটেছে কুণ্ডেশ্বরী ভবনে। ভবনের ভিতরে অবস্থিত মায়ের মন্দিরে আরাধনায় ভক্তদের ঢল নামে। উপচেপড়া মানুষের ঢল নিয়ন্ত্রণে কয়েক শত সেচ্ছাসেবক রাঙ্গামটি সড়ক হতে মন্দির পযর্ন্ত দায়িত্ব পালন করতে দেখা গেছে। রাম জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নাগর দোলা ও নৌকার তৈরী দোলনাসহ নানা রকম ঝুলণ এসেছে দর্শনার্থীদের বিনোদন দিতে।

এছাড়া কুণ্ডেশ্বরী বালিকা বিদ্যা মন্দির মাঠে বসেছে বিশাল মেলা। মেলায় বসেছে হস্ত ও কুঠি শিল্পের নানা জিনিষপত্র সমৃদ্ধ। অন্যদিকে কুণ্ডেশ্বরী ভবনের মধ্য মাঠে আগত পূজার্থীদের খাওয়ানো হয় মহা-প্রসাদ। এর আগে ৫ নভেম্বর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *