চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

প্রকাশ: ২০১৯-১১-০৭ ২৩:২০:২৭ || আপডেট: ২০১৯-১১-০৭ ২৩:২০:৩৪


আনোয়ারা প্রতিনিধি :
বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ আনোয়ারায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার বটতলী কালা গাজীর পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আলী আকবর ওরফে রাশেল (২২) ওই এলাকার মৃত বেলাল মাস্টারের ছেলে।

আনোয়ারা থানার এএসআই রেজাউল করিম জানান, কথিপয় ব্যক্তি সরকারি কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ওই এলাকায় ভিওআইপি ব্যবসা করছে-এসংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে আলী আকবর ওরফে রাশেলকে গ্রেপ্তার করা হয়। পরে তার তথ্যের ভিত্তিতে বসত ঘরের একটি কক্ষ থেকে ২টি ল্যাপটপ, ৬টি সিম বক্স, ২টি রাউটার ও বিভিন্ন অপারেটরের ৯৬৪টি সিম উদ্ধার করা হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, গ্রেপ্তার রাশেল দীর্ঘদিন ধরে অভিনব পন্থায় অবৈধ ভিওআইপি ব্যবসা করে আসছিল। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সকালে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *