চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin

বাঁচতে চাই দ্বীপ

প্রকাশ: ২০১৯-১১-০৮ ২৩:৪২:৫৫ || আপডেট: ২০১৯-১১-০৮ ২৩:৪৩:০৫

রাঙ্গুনিয়া প্রতিনিধি :

কাপ্তাইয়ের চন্দ্রঘোনা এলাকার ভিনসেন্ট দ্বীপ বাড়ৈ (২৭) দীর্ঘদিন ধরে দূরারোগ্য রোগে ভুগছে। তাঁর লিভারের এক তৃতীয়াংশ অকেজো। চিকিৎসকরা জানিয়েছে অপারেশনের জন্য তাঁর ৫০ লাখ টাকা খরচ হবে। কিন্তু অপারেশনের এই বিশাল পরিমান অর্থ জোগান কোনো ভাবেই সম্ভব নয় তার অসহায় মা-বাবার।

তাঁর পরিবার ইতোমধ্যে সকল সম্পদ বিক্রি করে দিয়ে চিকিৎসার খরচ চালিয়েছেন। দ্বীপের বন্ধু এস এম ইকরাম হোসেন সোহেল ও শাহাদাত হোসেন বলেন, সকলের ছোট ছোট সহযোগিতা ফিরিয়ে দিতে পারে একটি প্রাণচঞ্চল প্রাণকে।

দ্বীপ বর্তমানে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পুরুষ বিভাগ, ব্লক- ডি, ৫ম তলা, ৫নং বেডে চিকিৎসাধীন রয়েছেন।

সহযোগীতা পাঠানোর ঠিকানা- একাউন্ট নাম :- সুমিতা বাড়ৈ (দ্বীপের মা)। একাউন্ট নংঃ-৩৪০২২৫৩২, সোনালী ব্যাংক।

তথ্য জানতে যোগাযোগ : সুমিতা বাড়ৈ (০১৭৯৩২৮৫৯২২), মো. মাসুদ উজ জামান (০১৮৫৫৫১১১১২), মো. জসিম উদ্দিন (০১৮২৯৩২৩০৩০)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *