চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

মির্জাখীল দরবার শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত

প্রকাশ: ২০১৯-১১-১০ ১৯:০৪:১৩ || আপডেট: ২০১৯-১১-১০ ১৯:০৪:২১

আজ ১২ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী। প্রায় এক হাজার ৪০০ বছর আগে এই দিনে জাহেলিয়াতের সেই যুগে মানুষকে আলোর দিকে তথা ইসলামের পথে, আল্লাহর একত্ববাদের ধারণার প্রতিষ্ঠায় স্বয়ং আল্লাহ সুবহানুতালা পৃথিবীর বুকে নেয়ামতরূপে প্রেরণ করেছেন কুলকায়নাতের নয়নের মণি, সরদারে দোজাঁহা, পেয়ারা হাবিব, বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লামকে।

মহানবী সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম এর বেলাদত ও বেছাল শরীফের এ দিনটি সারা বিশ্বের মুসলমানদের কাছে মর্যাদা ও তাৎপর্যপূর্ণ।

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নবী প্রেমে উদ্বেলিত হয়ে, আশেকে রাসুল (সা.) এর মোহাব্বত প্রদর্শনের অকৃপন হয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণতায়- রাসুল (সা.) এর মাধ্যমে খোদা প্রাপ্তির পথে ইসলামের অনুশাসনসমুহের সঠিক ও সুন্নত উপায়ে পরিপালনের একক ও অদ্বিতীয় ধর্মীয় প্রতিষ্ঠান সিলসিলায়ে আলীয়া জাহাঁগীরিয়া মির্জাখীল দরবার শরীফ বর্তমান সাজ্জাদানশীন- হজরত শাহ জাহাঁগীর তাজুল আরেফীন সৈয়দ মৌলানা মুহাম্মদ আরেফুল হাই (ক.), এর পবিত্র অস্তিত্বের উপস্থিতিতে উনারই জানশীন ও সাহেবে সাজ্জাদাহ হজরত শাহ জাহাঁগীর ইমামুল আরেফীন সৈয়দ মৌলানা মুহাম্মদ মকসুদুর রহমান (ক.) এর মাধ্যমে মিলাদে রাসুল (সা.), মিলাদে গৌছিয়া, ছেমা মাহফিল, কুরান খানিসহ আরো বিভিন্ন অনুষ্ঠানাদি পালনের মধ্য দিয়ে এ দিনটিকে উদযাপন করছে।

এই মহতি ও পূন্যময় উদযাপনে শামিল হতে দুরদশরীফমুখে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলাসমুহ হতে ভক্ত- মুরিদানগণের পদচারণায় আজ মুখরিত দরবার শরীফ প্রাঙ্গন।

উল্লেখ্য যে, দু’শ বছরের অধিককাল ধরে সারা দুনিয়ায় হাজার হাজার খানকাহ প্রতিষ্ঠা মাধ্যমে কোরান -সুন্নাহর প্রকৃত অনুসরণ করে রাসুল পাকের (সা.) জাতপাকের স্মরণে সর্বদা অনুশাসনের পরিপালন করে আসছেন জাহাঁগীরিয়ার সিলসিলার মহাত্মা পীর মুর্শিদগণ- হজরত শাহ জাহাঁগীর শেখুল আরেফীন সৈয়দ মৌলানা মোখলেসুর রহমান (ক.), হজরত শাহ জাহাঁগীর ফখরুল আরেফীন সৈয়দ মৌলানা মুহাম্মদ আবদুল হাই (ক.), হজরত শাহ জাহাঁগীর শমসুল আরেফীন সৈয়দ মৌলানা মুহাম্মদ মকছুছুর রহমান (ক.), হজরত শাহ জাহাঁগীর তাজুল আরেফীন সৈয়দ মৌলানা মুহাম্মদ আরেফুল হাই (ক.), বর্তমান সাজ্জাদানশীন, দরবার ই আলীয়াহ জাহাঁগীরিয়া, হজরত শাহ জাহাঁগীর ইমামুল আরেফীন সৈয়দ মৌলানা মুহাম্মদ মকসুদুর রহমান (ক.), জানশীন ও সাহেবে সাজ্জাদাহ, দরবার ই আলীয়াহ জাহাঁগীরিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *